Lottery Jackpot: ছেলে পেলেন লটারি! রাতারাতি ‘কোটিপতির বাবা’ রাজমিস্ত্রি নিজের পেশাতেই থাকতে চান

Last Updated:

Lottery Jackpot: দীর্ঘ প্রায় কুড়ি ২২ বছর ধরে নিয়ম করে লটারি কাটেন পুরস্কার জিতে ভাগ্য বদলানোর জন্য। পুরস্কার জোটেনি ভাগ্যে, তবে এবার ছেলের দৌলতেই কোটিপতি হলেন বাবা।

+
লটারিতে

লটারিতে কোটি টাকা

উত্তর ২৪ পরগনা: বাড়ির বাইরে গেলেই এখন সবাই তাঁকে ডাকছেন ‘কোটিপতির বাবা’ বলে। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে নিয়ম করে লটারি কাটেন পুরস্কার জিতে ভাগ্য বদলানোর জন্য। তবে সেভাবে লটারিতে বড় কোনও পুরস্কার জোটেনি ভাগ্যে, তবে এ বার ছেলের দৌলতেই কোটিপতি হলেন বাবা। তিনি নিয়ম করে লটারি খেললেও, পেশায় রাজমিস্ত্রির ছেলে কাজের ফাঁকে শখেই কিনেছিলেন লটারি টিকিট। আর তাতেই পুরস্কার আসায়, রাতারাতি কোটিপতি হয়ে গেলেন আনিসুর।
হাবরার নাংলা এলাকার আনিসুর রহমান মণ্ডলের লটারিতে পুরস্কার পাওয়ার খবর চাউর হতেই রীতিমতো উৎসবের মেজাজ এলাকায়। বাবা নিয়মিত লটারি খেললেও, ছেলের লটারিতে ভাগ্য বদল হতেই এখন সবাই আবু কায়েম মন্ডলকে ডাকছেন “কোটিপতির বাবা” বলে। আর তাতেই যেন খুশি হচ্ছেন লটারিতে পুরস্কার জেতা আনিসুরের বাবা। জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও সকালে কাজে বেরিয়েছিলেন আনিসুর। কাজের ফাঁকে পাশের এক লটারির দোকান থেকে একটি লটারির টিকিট কিনেছিলেন শখ করেই। দুপুরে সেই লটারি মেলানোর সময় রীতিমতো চক্ষু চড়কগাছ। ফলাফলের তালিকায় জ্বলজ্বল করছে তার টিকিটের নম্বর।
advertisement
আরও পড়ুন : অসাবধানে গায়ে এঁটো প্লেটের ছোঁয়া! বিয়েবাড়িতে অতিথিদের মারে হত তরুণ ওয়েটার
পুরস্কার হিসেবে কোটি টাকার মালিক হয়েছেন তিনি, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। ছেলে লটারিতে প্রথম পুরস্কার পেতেই আত্মহারা বাবা।পেশার রাজমিস্ত্রি আনিসুর অবশ্য পেশা বদল করতে রাজি নন। তবে শখ পূরণ করবেন অবশ্যই বলে জানান। কোটি টাকা জেতার আনন্দে এখন বাড়ি জুড়ে চলছে খাওয়া দাওয়া ও আনন্দ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Jackpot: ছেলে পেলেন লটারি! রাতারাতি ‘কোটিপতির বাবা’ রাজমিস্ত্রি নিজের পেশাতেই থাকতে চান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement