Waiter Killed: অসাবধানে গায়ে এঁটো প্লেটের ছোঁয়া! বিয়েবাড়িতে অতিথিদের মারে হত তরুণ ওয়েটার

Last Updated:

Waiter Killed: ঘটনার সূত্রপাত এক ওয়েটারের এঁটো প্লেট বয়ে নিয়ে যাওয়াকে ঘিরে।

ঘটনার সূত্রপাত এক ওয়েটারের এঁটো প্লেট বয়ে নিয়ে যাওয়াকে ঘিরে
ঘটনার সূত্রপাত এক ওয়েটারের এঁটো প্লেট বয়ে নিয়ে যাওয়াকে ঘিরে
গাজিয়াবাদ : বিয়েবাড়িতে কাজ করতে এসে প্রাণ খোয়ালেন ২৬ বছর বয়সি তরুণ। এই ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। গত ১৭ নভেম্বর শহরের পুস্টা রোডে সিজিএস বাটিকা গেস্ট হাউসে বসেছিল ওই বিয়ের আসর।
ঘটনার সূত্রপাত এক ওয়েটারের এঁটো প্লেট বয়ে নিয়ে যাওয়াকে ঘিরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিয়ের আসরে কিছু ব্যবহৃত প্লেট হাতে করে নিয়ে যাচ্ছিলেন ওয়েটার হিসেবে কর্মরত পঙ্কজ। অভিযোগ, সে সময় অসাবধানতায় অতিথিদের গায়ে এঁটো প্লেটের স্পর্শ লেগে যায়। সেখান থেকেই শুরু ঝামেলা।
বিবাহ বাসরে উপস্থিত কিছু অতিথির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পঙ্কজ। গণপ্রহারে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। তাঁর দেহ জঙ্গলে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। নিহত যুবকের মা পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে বিয়েবাড়িতে কাজে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি।
advertisement
advertisement
আরও পড়ুন : ১৫০ কেজি সোনা, ১৫ একর জমি, BMW যৌতুক না পেয়ে বিয়ের প্রস্তাব নাকচ প্রেমিকের! আত্মঘাতী তরুণী চিকিৎসক
তদন্তকারীরা জানিয়েছেন ময়নাতদন্তে পঙ্কজের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। জনৈক ঠিকাদার মনোজ গুপ্তা মারফত ওই বিয়েবাড়িতে ওয়েটারের কাজ পেয়েছিলেন পঙ্কজ। তদন্তে প্রকাশ, উত্তপ্ত বাকবিতণ্ডার সময় মনোজও মারধর করেন পঙ্কজকে। তাঁর মাথায় গভীর আঘাত লাগে বলে জানা গিয়েছে।
advertisement
এই ঘটনায় মনোজ এবং আরও এক অভিযুক্ত অমিত কুমারকে গ্রেফতার করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Waiter Killed: অসাবধানে গায়ে এঁটো প্লেটের ছোঁয়া! বিয়েবাড়িতে অতিথিদের মারে হত তরুণ ওয়েটার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement