Farmers Problem: শিলাবৃষ্টিতে দফারফা! আলু আর আম নষ্ট বিপুল পরিমাণে, মাথায় হাত কৃষকদের

Last Updated:

Farmers Problem: কৃষকরা বলছেন, শিলাবৃষ্টিতে পূর্বস্থলী, কালনা, মেমারি, মন্তেশ্বরের একটা বড় অংশের আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

#বর্ধমান: নিয়ম করে বৃষ্টি হয়েছে প্রতি সপ্তাহেই। নিম্নচাপসহ প্রতিকূল আবহাওয়া কারণে আলু চাষ বাঁচিয়ে রাখার ব্যাপারে যথেষ্ট সংশয় থাকতে হয়েছে কৃষকদের। তবুও যে যার মতো করে ফসল বাঁচাতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তাদের অনেকেরই সেই চেষ্টা ব্যর্থ করে দিল শিলাবৃষ্টি। রবিবারের শিলাবৃষ্টিতে রাজ্যের শস্যভান্ডার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী, কালনা-সহ বিস্তীর্ণ এলাকায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষকরা বলছেন, শিলাবৃষ্টিতে পূর্বস্থলী, কালনা, মেমারি, মন্তেশ্বরের একটা বড় অংশের আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার দুপুরে কোথাও কুড়ি মিনিট কোথাও তারও বেশি সময় ধরে ব্যাপক শিলা বৃষ্টি হয়। এর ওপর মুষলধারে বৃষ্টিও হয়েছে। তাতে আলু গাছ ভেঙে পড়েছে। জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। এইসব জমিতে আর আলু মিলবে না বলেই আশঙ্কা করছেন কৃষকরা।
advertisement
আরও পড়ুন : লক্ষ্য বিনিয়োগ, উত্তরবঙ্গের পর এবার কলকাতা, ফের শিল্প বৈঠক নবান্নে
পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক পরিমাণে আলু চাষ হয়। অন্যান্য বছর সত্তর হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এবার চাষের শুরুতেই অতি বৃষ্টিতে অনেক জমির আলুর বীজ পচে নষ্ট হয়ে গিয়েছিল। ফলে অনেকেই আর দ্বিতীয়বারের জন্য চাষ করেননি। সব মিলিয়ে এবার ৬৬ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কিন্তু তারপরেও চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে গিয়েছে আলু চাষ। বারবার  বৃষ্টি ও মেঘলা আবহাওয়া আলু চাষে ব্যাপক ক্ষতি করেছে। তারপর প্রায় অর্ধেকের বেশি জমি ধসা রোগের কবলে পড়েছে। সে সব সামলানোর চেষ্টা চালিয়ে গেছেন চাষীরা। কিন্তু শিলাবৃষ্টির জেরে সেই চাষের ব্যাপক ক্ষতি হলো বলে জানাচ্ছেন কৃষকরা। শুধু আলু চাষের নয়, শিলাবৃষ্টিতে পেঁয়াজ ও অন্যান্য সবজি চাষেরও ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
তবে এই শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে পূর্বস্থলীর আম চাষিদের। তাঁরা বলছেন, সবে মুকুল এসেছিল। ভালো ফলন হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু শিলাবৃষ্টি আমের মুকুলের ব্যাপক ক্ষতি করে দিয়েছে। কোনও মুকুলই আর আস্ত নেই।  অনেক গাছের পাতা পর্যন্ত ঝরে গিয়েছে।
advertisement
শরদিন্দু ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmers Problem: শিলাবৃষ্টিতে দফারফা! আলু আর আম নষ্ট বিপুল পরিমাণে, মাথায় হাত কৃষকদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement