South 24 Parganas News: ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভ, সেই 'রক্ষাকবচ' ধ্বংসের অভিযোগ সাগরে!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ঘূর্ণিঝড়ের ত্রাতা ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ উঠল সাগরে।সাগরের বঙ্কিমনগরের চেমাগুড়ি বাজার সংলগ্ন বটতলা নদীর চর এলাকায় এই ঘটনা ঘটেছে।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড়ের ত্রাতা ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ উঠল সাগরে। সাগরের বঙ্কিমনগরের চেমাগুড়ি বাজার সংলগ্ন বটতলা নদীর চর এলাকায় এই ঘটনা ঘটেছে।
এই এলাকাটি ভাঙন প্রবণ। বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ে এখানে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভের জঙ্গল। কিন্তু সেখানেই নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে পাকা বাড়ি তৈরী ও পুকুর খননের কাজ।এ নিয়ে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানিয়েছেন, গ্রামবাসীরা ব্লক প্রশাসন, থানা ও বনদফতরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও বিষয়টি জেনেছেন। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
advertisement
advertisement
এর আগে নামখানার ঈশ্বরীপুরে বেআইনিভাবে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করার অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযোগ ছিল নদীর চর দেদার দখল করা হচ্ছে।
advertisement
এরপর সেখানে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করার কাজ চলছে। এই ভাবে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করায় পরিবেশের উপর প্রভাব পড়তে পারে। এই ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা দেখতে হবে সকলকে। তা না হলে ক্ষতি হয়ে যাবে অনেক এমনটাই মনে করছেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়ায় ম্যানগ্রোভ, সেই 'রক্ষাকবচ' ধ্বংসের অভিযোগ সাগরে!