Anubrata Mondal: আর জেলা সভাপতি নন অনুব্রত, বীরভূম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! কেষ্ট এখন শুধুই কোর কমিটির সদস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
শুধু বীরভূম নয়, এ দিন রাজ্যের প্রায় সবজেলাতেই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল৷ অধিকাংশ জায়গাতেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ বীরভূম৷
বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল৷ প্রায় সব জেলাতেই তৃণমূলের সভাপতি এবং চেয়ারপার্সন পদে বদল করা হয়েছে৷ এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বীরভূম জেলা সভাপতি পদটিকেই অবলুপ্ত করা৷ যার ফলে আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে থাকছেন না অনুব্রত মণ্ডল৷ তার বদলে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে৷ সেই কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে৷ সেই কোর কমিটির সাধারণ সদস্য করা অনুব্রত মণ্ডলকে৷ তবে কোর কমিটিতে থাকলেও তৃণমূলের এই পদক্ষেপে অনুব্রতর গুরুত্ব কমল বলেই মনে করা হচ্ছে৷ ওই কোর কমিটিতে অনুব্রতর মতোই সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ৷
শুধু বীরভূম নয়, এ দিন রাজ্যের প্রায় সবজেলাতেই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল৷ অধিকাংশ জায়গাতেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ বীরভূম৷ কারণ কাগজে কলমে অনুব্রত আর বীরভূমে দলের শেষ কথা থাকলেন না৷ তাঁর মাথার উপরে বসানো হল আশিস বন্দ্যোপাধ্যায়কে৷
গত বেশ কয়েক মাস ধরেই তৃণমূলে সাংগঠনিক রদবদল নিয়ে কথা চলছিল৷ বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে সেই সাংগঠনিক রদবদল সেরে ফেলল তৃণমূল৷ বেশ কিছু ক্ষেত্রে দলের পুরনো বেশ কয়েকজন মুখের বিরুদ্ধেই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
প্রায় দু বছর জেলবন্দি থাকা অবস্থাতেও অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলায় দলের সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল৷ এমন কি, গত বছর সেপ্টেম্বর মাসে অনুব্রতর জেলমুক্তির পরেও জেলা সভাপতি পদেই থেকে যান অনুব্রত৷ জেল বন্দি থাকা অবস্থায় ধীরে ধীরে বীরভূমে অনুব্রতর প্রভাবও কমতে থাকে৷ জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিল দল৷ সেই কোর কমিটির উপরেই আস্থা রাখা হল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: আর জেলা সভাপতি নন অনুব্রত, বীরভূম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! কেষ্ট এখন শুধুই কোর কমিটির সদস্য