#কলকাতা: এক মাসে পাঁচ পাঁচটা কালবৈশাখী। ফলনের মুখে রাজ্যের আমচাষিরা পড়েছেন বিপাকে। তাদের এই ক্ষতি রুখতে উদ্যোগী রাজ্য সরকার। চাষিদের লোকসান আটকাতে বাংলার আম বিদেশে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
চাষের প্রযুক্তিগত উন্নতির কারণে আম চাষে এখন আর সময়-অসময় বলে কিছু নেই। প্রতি বছরই ফলন বাড়ছে। এবছর যা মুকুল ধরেছিল, তাতে রাজ্যের আম চাষিরা বেজায় খুশি ছিলেন। তবে গত কয়েক দিনে পরপর কালবৈশাখী সেই অঙ্ক গুলিয়ে দিয়েছে। এই ক্ষতি অবশ্য তাঁদের শাপে বরও হতে পারে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বিদেশে আম পাঠিয়ে চাষিদের লাভের গুড়ের খোঁজ দিতে চায় এই দফতর।
এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সূত্রে খবর কালবৈশাখীর ধাক্কায় সবথেকে বেশি ৷
বাংলার পাশাপাশি ঝড়ের তাণ্ডবে বিহার, উত্তর প্রদেশেও আমের উৎপাদন মার খেয়েছে। যার ফলে গ্রীষ্ম শুরু হলেও বাজাের আমের টান। বাংলার আমের টানাটানি শুরু হওয়ায় ফাঁক গলে ঢুকে পড়ছে চেন্নাইয়ের হিমসাগর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalbaishakhi, Mango Farmers, Mango Farming, Mango Tree, West Bengal Mango Farmers