Mandir: মানত করলেই নাকি তা পূর্ণ হয়! ভক্তের ঢল বাগ মানে না এই মন্দিরে

Last Updated:

Mandir: প্রায় দেড়'শ বছরের পুরeনো এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। রয়েছে নানান ঐতিহ্যও।

+
শীতলা

শীতলা দেবীর মন্দির

পশ্চিম মেদিনীপুর: এ বাংলার অলিতে গলিতে রয়েছে ইতিহাসের হাতছানি।তেমনই পশ্চিম মেদিনীপুরের পিংলার গোপীনাথপুরে রয়েছে শতাব্দী প্রাচীন শীতলা দেবীর মন্দির। মন্দিরকে ঘিরে রয়েছে অগাধ কিংবদন্তি।
প্রায় দেড়’শ বছরের পুরeনো এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। রয়েছে নানান ঐতিহ্যও। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু ভক্ত আসেন দেবীর কাছে। এরকম ভক্তদেরমনস্কামনা পূরণের পর ভক্তদেরইচ্ছেতেই হয়েছে কংক্রিটের মন্দির।
জানা যায়, বেশ কয়েক পুরুষ আগে গোপাল হড় প্রতিষ্ঠা করেন এই মন্দিরের। প্রথমে গোপাল হড় পুজো করলেও তার অবর্তমানে পুজো করেন এলাকার এক পুরোহিত। এরপর থেকেই নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হয় শীতলা দেবীর।
advertisement
advertisement
প্রতিদিন নিত্য পুজো হয় এই মন্দিরে।তবে বছরের একটি নির্দিষ্ট দিনে হয় বড় পুজো। প্রতিদিন খড়গপুর সবং,ডেবরা, পিংলা, ঘাটাল সহ বিভিন্ন জায়গা থেকেমনস্কামনা পূরণের আশায় পুজো দিতে আসেন ভক্তরা। পাশাপাশি ফাল্গুন মাসে বিশেষ দিনে বড় পুজো হয় এখানে। পায়েস ভোগের পাশাপাশি অন্ন এবং মাছের ঝোল প্রসাদ হিসেবে নিবেদন করা হয় দেবীকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ভক্তদের বিশ্বাস, এই দেবীর কাছে যা মানত করা হয় তা অক্ষরে অক্ষরে ফলে যায়।যে কারণে দূর-দূরান্ত থেকে বহু ভক্ত আসেন এখানে। আগে মাটির মন্দিরে ছিল দেবীর অবস্থান। পরেগড়ে ওঠে পাকার মন্দির।
advertisement
—— রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandir: মানত করলেই নাকি তা পূর্ণ হয়! ভক্তের ঢল বাগ মানে না এই মন্দিরে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement