Mamata Banerjee Meeting: 'পরিবহণ মন্ত্রীর কাজের অভিজ্ঞতাই নেই'! প্রবল ক্ষুব্ধ মমতা, নিশানায় মলয় ঘটকও

Last Updated:

Mamata Banerjee Meeting: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠকে মাঝেই এমন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রবল অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
প্রবল অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
কলকাতা: রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রীর কাজের অভিজ্ঞতা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবহন দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর। পরিবহন দফতরকে আরও কড়া হতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, “দফতরের মন্ত্রীর কতটা অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে।” উল্লেখ্য, বর্তমানে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠকে মাঝেই এমন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, “পূর্ত দপ্তর একটা সংস্থাকে কী করে এক বছরের জন্য একটি কাজের বরাত দেয়?” বৈঠকের মাঝে এমন উষ্মাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এমন বলেন, “পুলক (রায়) যোগ দেওয়ার আগেই এটা হয়েছে। মলয় ঘটকের সময় এটা হয়েছে।” বৈঠকে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এদিনের বৈঠকে রীতিমতো রাফ অ্যান্ড টাফ ভূমিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কাজের ওপর যোগ্যতা বিচার হবে।” রাজ্যের একাধিক প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন কড়া বার্তা। বৈঠকে মুখ্যমন্ত্রী এমনও বলেন, ”যারা ভাল কাজ করবে, তাদের তিন – চারবার রাখব। যারা ভাল কাজ করবে না, তাদের অন্য জায়গায় নিয়ে আসব। অনেক জেলাশাসক – পুলিশ সুপারের কাজে গড়িমসি পাচ্ছি। তাদের কাজ নিয়ে আপনারা দেখুন।” মুখ্য মুখ্য সচিব কে উদ্দেশ্য করে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিকেল সাড়ে চারটা থেকে নবান্ন সভাঘরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিনিয়োগের প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এহেন কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Meeting: 'পরিবহণ মন্ত্রীর কাজের অভিজ্ঞতাই নেই'! প্রবল ক্ষুব্ধ মমতা, নিশানায় মলয় ঘটকও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement