'হুজুর, একটা ঘর দিন!' বিয়ে করতে চেয়ে মরিয়া ৬০ বছরের এই 'যুবক', আবাস যোজনার ঘর চাইলেন বিডিও-র কাছে

Last Updated:

'হুজুর, একটা ঘর দিন!' বিয়ে করতে চেয়ে মরিয়া ৬০ বছরের এই 'যুবক', আবাস যোজনার ঘর চাইলেন বিডিও-র কাছে। তার পর?

+
ঘরের

ঘরের আবেদন নিয়ে হাজির বিডিও কাছে

মুর্শিদাবাদ: একাকিত্বের জীবনে আবার বিয়ে করে সংসার পাতার শখ জেগেছে প্রৌঢ়ের। কিন্তু পাকা বাড়ি নেই বলে বিয়ে হচ্ছে না। এই অবস্থায় সোজা বিডিওর কাছে গিয়ে প্রৌঢ়ের আবেদন ‘‘হুজুর আমায় একটা ঘর দিন। বিয়ে করব!’’ বর্তমানে ঘরের তালিকা সংশোধনের পর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই অনেকেরই নাম আছে আবার অনেকের নাম বাদ গিয়েছে। তবে আব্দুর শুকুর মোল্লা তাঁর ৬০ বয়স হলেও দাবি, তিনি বিয়ে করবেন। তাই “ঘর দিন হুজুর”! বিডিওর কাছে এই দাবি করতেই কার্যত হই চই পড়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায়।
‘ঘর চাই’ বলে প্রৌঢ়ের এই আবেদনে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা ১ ব্লকের বিডিও রবীন্দ্রনাথ অধিকারীর। শেষমেশ বিডিওকে ‘আশ্বাস’ দিতে হয়েছে। আশ্বাস পাওয়ার পরেই বিডিও অফিস ছেড়েছেন বেলডাঙা ১ ব্লকের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজি-সহ গ্রামের বাসিন্দা আব্দুর শুকুর মোল্লা।
আরও পড়ুন- মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল…শিউরে উঠবেন
পাঠকাটির বেড়া দেওয়া মাটির চালা ঘরে বাস আব্দুরের। স্ত্রী বিয়োগের পর মুখ ফিরিয়েছেন সন্তানেরা। এই অবস্থায় আবার সংসার করে বাঁচার স্বপ্ন দেখছেন আব্দুর। তিনি জানান, বার কয়েক সম্বন্ধও এসেছিল। কিন্তু কুঁড়েঘরের জন্য তা ভেস্তে গিয়েছে। বাধ্য হয়েই আবাস যোজনার ঘর পেতে বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি। আব্দুর বলেন, ‘‘যদি একটি ঘরের ব্যবস্থা হয়, তবে হয়তো বিয়েটা হবে। মাটির ঘরে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। বিডিও সাহেব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আমি সেই আশায় রইলাম।’’
advertisement
advertisement
আরও পড়ুন- প্লেনের টয়লেটে একসঙ্গে ঢুকে ‘কুকীর্তি’! সিটেই আলাপ, এয়ারহোস্টেস ফাঁস করলেন ফ্লাইট-রহস্য!
দীর্ঘ কর্মজীবনে প্রথম এমন আবদার শুনে স্বাভাবিক ভাবেই অবাক হয়েছিলেন বিডিও। তিনি বলেন, ‘‘বিয়ে করার জন্য কেউ ঘর চাইছেন, এমন আবেদন আমার কর্মজীবনে আসেনি। তবে নতুন করে নাম সংযোজনের যদি কোনও সুযোগ আসে, নিশ্চয়ই ওঁর আবেদন আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। ওঁকে একটি আবেদনপত্র অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’’ যদিও এই ঘটনা সামনে আসতেই ব্যক্তির কান্ড দেখে ইতি মধ্যেই হইচই পড়ে গিয়েছে বেলডাঙায়।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'হুজুর, একটা ঘর দিন!' বিয়ে করতে চেয়ে মরিয়া ৬০ বছরের এই 'যুবক', আবাস যোজনার ঘর চাইলেন বিডিও-র কাছে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement