হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আগেই রাতেই খুন হওয়ার আশঙ্কা করেছিল ব্যক্তি, পরের দিন সকালেই ভয়ঙ্কর কাণ্ড

Crime News: আগেই রাতেই খুন হওয়ার আশঙ্কা করেছিল ব্যক্তি, পরের দিন সকালেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

ভয়ঙ্কর ঘটনা কাটোয়ায়

ভয়ঙ্কর ঘটনা কাটোয়ায়

পেশায় কৃষি শ্রমিক সুনীল রায় মাঝে কিছুদিন দক্ষিণভারতে নির্মাণ শ্রমিকের কাজ করেছিল।বাড়িতে থাকলেই স্ত্রী মেয়ের সঙ্গে অশান্তি লেগে থাকত।

  • Share this:

রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ মঙ্গলবার সকাল দশটা নাগাদ সুনীল রায়ের (৫০) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। কাটোয়া থানার দাঁইহাট পুরসভার লেক গার্ডেন এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রী রমা রায় ও মেয়ে মাম্পি রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জামাই ও ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতের বাড়ি তালা দিয়ে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের বোন বুলু কীর্তনীয়ার অভিযোগ, বাড়িতে বাইরের লোক আনাকে কেন্দ্র করে বৌদি ও ভাইঝি সঙ্গে দাদার প্রায়ই গন্ডগোল, অশান্তি লেগে থাকত৷ বৌদি- ভাইজি- ভাইপো মিলে দাদাকে মারধর করত। দাদাকে খুন করেছে ওরা। দাদাকে খেতে দিতনা। বাড়ি থেকে বের করে দিত। সোমবার সকালে দাদা আমার কাছে খুন হওয়ার আশঙ্কার কথা বলেছিলেন বলে দাবি করেন বোন বুলু কীর্তনীয়া৷

আরও পড়ুন: মিড-ডে মিলের টাকা গিয়েছে বগটুই-কাণ্ডের ক্ষতিপূরণে! অভিযোগ খতিয়ে দেখবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা

প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শী পরিতোষ বিশ্বাস জানান, সুনীল রায়ের সঙ্গে বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত। গত রাতেও গণ্ডগোলের আওয়াজ পেয়েছিলাম। সুনীল রায় আমাদেরকে তার খুন হয়ে যাওয়ার কথা বলে দু:খ করত। বুলু কীর্তনীয়ার দাবি, তাঁর করে দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে।

আরও পড়ুন: বীরভূমের পরে আজ মালদহে মমতা, কয়েকশো কোটি টাকার প্রকল্প 'উপহার'

পেশায় কৃষি শ্রমিক সুনীল রায় মাঝে কিছুদিন দক্ষিণভারতে নির্মাণ শ্রমিকের কাজ করেছিল।বাড়িতে থাকলেই স্ত্রী মেয়ের সঙ্গে অশান্তি লেগে থাকত। পরিবারারের সদস্যরা সুনীল রায়কে ধরে মারধর করত বলে প্রতিবেশীদের অভিযোগ। কাটোয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Published by:Rachana Majumder
First published:

Tags: Crime, Katwa