Mamata Banerjee: বীরভূমের পরে আজ মালদহে মমতা, মালদহবাসীর জন্য কী কী 'উপহার' সাজিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

এদিন বোলপুর থেকে হেলিকপ্টারে করে মালদার গাজোল হেলিপ্যাড গ্রাউন্ডে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে ই আবার মালদা থেকে বোলপুর এসে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর।

উত্তরবঙ্গ: দক্ষিণের বীরভূমে সোমবার এক ঘটনাবহুল দিন কাটানোর পরে মঙ্গলে ফের উত্তরে মমতা। আজ, মঙ্গলবার মালদহের প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেই মঞ্চ থেকেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সব মিলিয়ে এদিন প্রায় ১ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।
পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার পাশাপাশি এবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাকেও বিশেষভাবে নজর দিতে চাইছেন তিনি। এদিনের মঞ্চ থেকে মমতা এই তিন জেলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলেও সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: মিড-ডে মিলের টাকা গিয়েছে বগটুই-কাণ্ডের ক্ষতিপূরণে! অভিযোগ খতিয়ে দেখবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা
গত সোমবার থেকে চার দিনের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে পৌঁছেছেন বোলপুরে। মঙ্গলবার মালদহের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে বুধবার ফের বোলপুরের ডাকবাংলো মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাবেন মমতা। তারপরে বৃহস্পতিবার তিনি যাবেন পূর্ব বর্ধমানে।
advertisement
advertisement
আরও পড়ুন: নিক না প্রিয়াঙ্কা? কার মতো দেখতে হয়েছে মালতী? এই প্রথম মেয়ের মুখ সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল হল ছবি
সূত্রের খবর, মালদহ জেলাকে আজ কয়েকশো কোটি টাকার প্রকল্পের উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এদিন জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। পাশাপাশি, দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের হাতে তুলে দেবেন সাইকেলও।
advertisement
তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দফা সফরে মূল নজরে রয়েছে কিন্তু বোলপুর। পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতহীন বীরভূমে মমতা কী বার্তা দেন, সেদিকেই সকলের নজর থাকছে।
তবে সোমবার মমতা বোলপুরে পৌঁছনোর পর থেকেই একের পর এক ঘটনা মানুষের নজর কেড়েছে। একদিকে যেমন তিনি বীরভূমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ ও ব্লক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, তেমনই হঠাৎ করেই হাজির হয়ে গিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে। সেখানে, চা সহযোগে অমর্ত্য সেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাঁর হাতে তাঁর জমির নথিও তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। জমি বিতর্কে নাম না করে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কড়া সমালোচনা শোনা গিয়েছে মমতার মুখে। কবিগুরুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে গৈরিকীকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: বীরভূমের পরে আজ মালদহে মমতা, মালদহবাসীর জন্য কী কী 'উপহার' সাজিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement