'জোনাস ব্রাদার্স'-এর (নিক জোনাস, কেভিন এবং জো) 'ওয়াক অফ ফেম' স্টার পাওয়ার অনুষ্ঠানে মেয়ে মালতীকে নিয়ে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। (ছবি: রয়টার্স)
3/ 10
গত বছর সারোগেসির মাধ্যমে মালতীকে এই পৃথিবীতে আনেন নিক-প্রিয়াঙ্কা। (ছবি: রয়টার্স)
4/ 10
তবে মালতীর জন্মের সময়টা সহজ ছিল না নিক-প্রিয়াঙ্কার জন্য়। প্রি-ম্যাচিওর বেবি মালতীকে জন্মের পরে ১০০ দিন আইসিইউ-তে রাখতে হয়েছিল। (ছবি: রয়টার্স)
5/ 10
এই প্রথম বার নিক-প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমকে তাঁদের মেয়ের ছবি তোলার অনুমতি দিল। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে খেলা করছে ছোট্ট মালতী। কদিন আগেই তার ১ বছর পূর্ণ হয়েছে। (ছবি: রয়টার্স)
6/ 10
ওয়ার্ল্ড ডেবিউ-তে মালতীকে পরানো হয়েছিল বিজ ট্যুইড জ্যাকেট, সঙ্গে ম্যাচিং স্কার্ট। ছিল মিষ্টি একটা হেয়ার ব্যান্ডও। (ছবি: রয়টার্স)
7/ 10
অনুষ্ঠানে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া-ও উপস্থিত ছিলেন। মায়ের কোলে বসে সানগ্লাস নিয়ে খেলা করছিল মালতী। যদিও তার খেলনাও সঙ্গেই রাখা ছিল। (ছবি: অ্যাফিনিটি পিকচার/ ব্যাকগ্রিড)
8/ 10
এর আগেও মেয়ে মালতীর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু সব ছবিতেই মেয়ের মুখ ছিল ঢাকা। এমনকি, 'ভগ' ম্য়াগাজিনের কভারের জন্য তোলা ছবিতেও মালতীর মুখ দেখানো হয়নি।
9/ 10
কদিন আগেই এমন একটি ছবি নিয়ে শোরগোল পড়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলে, যদি মেয়ের মুখই না দেখাবেন, তাহলে তাকে ছবিতে রাখা কেন? তবে কি মেয়েকে 'প্রপ' হিসাবে ব্যবহার করছেন প্রিয়াঙ্কা?
10/ 10
কিন্তু হাজার সমালোচনা সত্ত্বেও, মেয়ের এক বছর হওয়ার পরেই তার মুখ সামনে আনলেন প্রিয়াঙ্কা।
Priyanka Chopra: নিক না প্রিয়াঙ্কা? কার মতো দেখতে হয়েছে মালতী? এই প্রথম মেয়ের মুখ সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল হল ছবি
এই প্রথম বার নিক-প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমকে তাঁদের মেয়ের ছবি তোলার অনুমতি দিল। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে খেলা করছে ছোট্ট মালতী। কদিন আগেই তার ১ বছর পূর্ণ হয়েছে। (ছবি: রয়টার্স)
Priyanka Chopra: নিক না প্রিয়াঙ্কা? কার মতো দেখতে হয়েছে মালতী? এই প্রথম মেয়ের মুখ সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল হল ছবি
অনুষ্ঠানে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া-ও উপস্থিত ছিলেন। মায়ের কোলে বসে সানগ্লাস নিয়ে খেলা করছিল মালতী। যদিও তার খেলনাও সঙ্গেই রাখা ছিল। (ছবি: অ্যাফিনিটি পিকচার/ ব্যাকগ্রিড)
Priyanka Chopra: নিক না প্রিয়াঙ্কা? কার মতো দেখতে হয়েছে মালতী? এই প্রথম মেয়ের মুখ সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল হল ছবি
এর আগেও মেয়ে মালতীর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু সব ছবিতেই মেয়ের মুখ ছিল ঢাকা। এমনকি, 'ভগ' ম্য়াগাজিনের কভারের জন্য তোলা ছবিতেও মালতীর মুখ দেখানো হয়নি।
Priyanka Chopra: নিক না প্রিয়াঙ্কা? কার মতো দেখতে হয়েছে মালতী? এই প্রথম মেয়ের মুখ সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া, ভাইরাল হল ছবি
কদিন আগেই এমন একটি ছবি নিয়ে শোরগোল পড়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলে, যদি মেয়ের মুখই না দেখাবেন, তাহলে তাকে ছবিতে রাখা কেন? তবে কি মেয়েকে 'প্রপ' হিসাবে ব্যবহার করছেন প্রিয়াঙ্কা?