#লালগড়: চার বছর ধরে সহবাস। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে গর্ভপাত করিয়ে বিয়ে করতে অস্বীকারের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ লালগড় থানায় ছেলটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে মেয়েটি৷ গর্ভপাতে সাহায্য করার জন্য আরও এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের পরেই পুলিশ লালগড় থেকে মৃণাল চালক ও কোয়াক ডাক্তার সুনীল মাইতিকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তদের ঝাড়গ্রামের আদালতে তোলা হয়।
আরও পড়ুন- সেফ ড্রাইভ সেভ লাইফ! জীবনের বার্তা নিয়ে সাইকেলে বাংলাদেশ পাড়ি সিভিক ভলান্টিয়ারের
পুলিশ সূত্রে খবর, লালগড়ে একই পাড়ার বাসিন্দা বছর ১৯-এর মেয়েটির সঙ্গে ওই পাড়ার মৃনাল চলাকের প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মৃণাল গ্রামের কোয়াক ডাক্তার সুনীলের সাহায্যে মেদিনীপুরে মেয়েটির গর্ভপাত করায়। পরে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ।
রবিবার মেয়েটি লালগড় থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করে। আজ আদালতে পেশ করলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Raju Singhনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abortion