রাতে বাড়ির ছাদে আওয়াজ! চিৎকার করতেই ভয়ঙ্কর কাণ্ড রঘুনাথগঞ্জে
- Published by:Suvam Mukherjee
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
মৃতদেহ বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকে। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
#রঘুনাথগঞ্জ: চোর সন্দেহে গনধোলাইয়ের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য রঘুনাথগঞ্জের জরুর গ্রামে। মৃতের নাম ভরত টুডু। অভিযোগ, উত্তেজিত গ্রামবাসীদের মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদেহ বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গনধোলাইয়ের ঘটনায় বাড়ির মালিক এনামূল শেখ ও তার ছেলের মজিবুর শেখকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে এনামূল শেখের বাড়িতে ৪-৫জন চুরি করতে আসে বলে অভিযোগ। বাড়িতে চোর ঢুকেছে বুঝতে পেরে বাড়ির লোকজন চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন।
ছুটে পালানোর চেষ্টা করলেও একজনকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। বাকিরা পালিয়ে যায়। এরপরে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করতে শুরু করেন উত্তেজিত গ্রামবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভরত টুডু নামের ওই ব্যক্তির। সারা রাত ধরে রাস্তার মধ্যেই পড়ে থাকে মৃতদেহ। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আসে।
advertisement
advertisement
গণ ধোলাইয়ে অভিযুক্ত ৩ জন গ্রামবাসীকে পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দিলেও বাড়ির মালিক এনামূল শেখ ও তার ছেলের মজিবুর শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে ওমরপুর-মুরারই রাজ্য সড়কে জরুরের কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয়।
advertisement
ওই বাড়ির মালিকের স্ত্রী বলেন, রাতে বাড়িতে কেউ ঢুকেছে বুঝতে পেরেই আমি চিৎকার করে লোক ডাকতে শুরু করি। তখন ওরা ছাদে উঠে যায়। বাকিরা পালিয়ে গেলেও একজন হাতেনাতে ধরা পড়ে যায়। সকলে ওকে মারধর করতে শুরু করে। এই এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটেই চলছে। আমরা আতঙ্কে আছি।
advertisement
আরও পড়ুন, কাকে বলে শৈত্যপ্রবাহ, কলকাতার হাড়হিম করা ঠান্ডায় কবে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানুন পূর্বাভাস
এলাকাবাসী রফিউদ্দিন সেখ বলেন, এই এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ৪-৫জন মিলে চুরি করার উদ্দেশ্যেই এসেছিল। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই কারণে রাতে ওই যুবককে হাতে পেয়েই মারধর করে তারপরেই মারা যায়। পুলিশের উচিত রাতের বেলায় এখানে টহলদারি করার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 12:09 AM IST