Bhagwanpur Teacher Attack: কব্জি থেকে আলাদা শিক্ষকের হাত, চার বছরের পুরনো কোন হিসেব মেটাল যুবক? শিউরে উঠল ভগবানপুর

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল ১১টা নাগাদ স্কুলে যাচ্ছিলেন ওই শিক্ষক৷ সেই সময় নন্দ মুড়া নামে ওই যুবক তাঁর উপরে চড়াও হয়৷

ভগবানপুরে ভয়ঙ্কর কাণ্ড!
ভগবানপুরে ভয়ঙ্কর কাণ্ড!
পঙ্কজ দাশরথী, ভগবানপুর: চার বছর আগে নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়েছিল যুবক৷ সেই সময় পুলিশে অভিযোগ জানিয়েছিলেন পেশায় স্কুল শিক্ষক নাবালিকার বাবা৷ সেই রাগ মেটাতেই বুধবার দা নিয়ে ওই শিক্ষকের উপরে হামলা চালাল সেই যুবক৷ হামলা থেকে বাঁচতে গিয়ে দায়ের কোপে কব্জি থেকে হাত কাটা গেল শিক্ষকের৷
এ দিন সকালে ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ফুলবেড়িয়া গ্রামে৷ অভিযুক্ত ওই যুবকের নাম নন্দ মুড়া৷
পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল নন্দ মুড়া নামে ওই যুবক৷ সেই সময় নন্দ মুড়ার নামে পুলিশে অভিযোগ জানান ওই শিক্ষক৷ তদন্তে নেমে নাবালিকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় উদ্ধার করে ভগবানপুর থানার পুলিশ৷ পরবর্তী সময় সন্তানও প্রসব করে ওই নাবালিকা৷ মেয়েকে ফিরে পেয়ে ওই শিক্ষক অবশ্য পুলিশে করা মামলা প্রত্যাহার করে নেন৷ বর্তমানে নিজের বাবা মায়ের সঙ্গে সন্তানকে নিয়ে রয়েছে ওই নাবালিকা৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল ১১টা নাগাদ স্কুলে যাচ্ছিলেন ওই শিক্ষক৷ সেই সময় নন্দ মুড়া নামে ওই যুবক তাঁর উপরে চড়াও হয়৷ অভিযোগ, দা নিয়ে ওই শিক্ষকের গলায় কোপ মারার চেষ্টা করে অভিযুক্ত৷ নিজেকে বাঁচাতে হাত দিয়ে ওই যুবককে আটকাতে যান ওই শিক্ষক৷ তখনই দায়ের কোপে ওই শিক্ষকের ডান হাতে কব্জির কাছ থেকে কেটে বাদ চলে যায়৷
advertisement
গুরুতর আহত অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়েন ওই শিক্ষক৷ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ রাস্তার উপরেই পড়ে থাকে শিক্ষকের কাটা হাতের অংশ৷ স্থানীয়রাই ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ ভগবানপুর হাসপাতাল থেকে ওই শিক্ষককে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ এসে ওই শিক্ষকের হাতের কাটা অংশ উদ্ধার করে৷
ঘটনার পর থেকেই নন্দ মুড়া নামে অভিযুক্ত ওই যুবক পলাতক৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhagwanpur Teacher Attack: কব্জি থেকে আলাদা শিক্ষকের হাত, চার বছরের পুরনো কোন হিসেব মেটাল যুবক? শিউরে উঠল ভগবানপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement