Mamata In Medinipur: মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরে দেখবেন দুর্যোগ পরিস্থিতি, সঙ্গে হবে ভাষা আন্দোলনের র‍্যালি

Last Updated:

৬ আগস্ট মেদিনীপুর শহর থেকে বেরিয়ে সড়কপথে ঝাড়গ্রাম যাবেন।

মেদিনীপুরে মমতা বন্দ্যোপধ্যায়
মেদিনীপুরে মমতা বন্দ্যোপধ্যায়
মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর সফর সূচি চূড়ান্ত।বন্যা ও দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ৫ অগাস্ট সড়ক পথে আরামবাগ,খানাকুল, ঘাটাল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ডিভিসির ছাড়া জলে আরামবাগ, খানাকুল, ঘাটাল বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ৫ অগাস্ট রাতে মেদিনীপুর শহরে থাকবেন মুখ্যমন্ত্রী।
৬ অগাস্ট মেদিনীপুর শহর থেকে বেরিয়ে সড়কপথে ঝাড়গ্রাম যাবেন। ঝাড়গ্রাম যাবার পথে কয়েকটি এলাকা পরিদর্শন করে বিকেলে ঝাড়গ্রাম শহরে বাংলা ভাষা নিয়ে মিছিল করবেন। ৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সড়কপথে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এদিকে এর আগে  এবারে শুরু বীরভূম দিয়ে। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি। রাজ্যের মন্ত্রী ও বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা জানান, রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী বীরভূমে আসছেন। সেদিন রাঙাবিতানে বিশ্রাম করবেন। ২৮ তারিখ অর্থাৎ সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান দেখবেন। প্রশাসনিক বৈঠক শেষে বিরাট পদযাত্রা করবেন দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে। ভাষা আন্দোলনের এই পদযাত্রা শুরু হবে টুরিস্ট লজ মোড় থেকে এবং শেষ হবে জামবুনি বাস স্ট্যান্ডে। এই পদযাত্রার কথা তিনি গত একুশে জুলাই মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন। দীর্ঘ আড়াই কিলোমিটার পদযাত্রা শেষে বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata In Medinipur: মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরে দেখবেন দুর্যোগ পরিস্থিতি, সঙ্গে হবে ভাষা আন্দোলনের র‍্যালি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement