মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে গঙ্গাসাগর সেতু! সোমবার শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
রাজ্যের টাকাতেই চালু হচ্ছে প্রায় ৫ কিমি লম্বা এই সেতু!
মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে বহুচর্চিত গঙ্গাসাগর সেতু। প্রায় ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সেতু একদিকে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে থাকা কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতুর দু’পাশেই ফুটপাত থাকছে। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আগামিকাল এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সেতু নির্মাণের জন্য রাজ্য সরকারকে মোট প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। এর মধ্যে কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে এবং শীঘ্রই বাকি প্রায় ১৫ শতাংশ জমি অধিগ্রহণের প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পূর্ত দফতর সূত্রে খবর, গঙ্গাসাগর সেতু প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ১,৬৭০ কোটি টাকা। সেতুটি চার লেনের হবে, যেখানে ক্যারেজওয়ের প্রস্থ ৮ মিটার এবং উভয় পাশে ১.৫ মিটার চওড়া ফুটপাত থাকবে। প্রস্তাবিত নকশায় সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি হবে বলে জানানো হয়েছে।
advertisement
এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। পূর্ত দফতরের টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণকাজ শেষ হওয়ার পর টানা দশ বছর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বও ওই সংস্থার উপরেই থাকবে।
প্রসঙ্গত, গঙ্গাসাগর সেতু তৈরির প্রস্তাব প্রথমে কেন্দ্রের তরফে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। প্রায় ছ’বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদারিত্বের বিনিময়ে কেন্দ্রকে এই সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। যদিও অভিযোগ, সেই প্রস্তাবে সম্মতি জানালেও পরবর্তীতে কেন্দ্র কোনও ইতিবাচক পদক্ষেপ করেনি। এর পরেই সাগরদ্বীপের সাধারণ মানুষ এবং প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের কোষাগার থেকেই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
advertisement
এই সেতু নির্মিত হলে গঙ্গাসাগর মেলা চলাকালীন যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছে প্রশাসন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নেও গঙ্গাসাগর সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 04, 2026 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে গঙ্গাসাগর সেতু! সোমবার শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়










