Burdwan News: বর্ধমানের সভামঞ্চ থেকে ৪০টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, শিলান্যাস শতাধিক
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
পশ্চিম বর্ধমানের উপভোক্তারাও ওইদিনের প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন। দুই জেলার প্রতিটি ব্লকের আলাদা আলাদা স্টল থাকবে। সেই স্টলগুলি থেকেও উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে।
দক্ষিণবঙ্গ: আগামী ২ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনের মঞ্চ থেকে শতাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সেই সঙ্গে ভূমিহীনদের হাতে বাড়ি তৈরি ও চাষের জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
বর্ধমানের গোদা মাঠে এই সভা হওয়ার কথা। তার আগে বীরভূমে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে হেলিকপ্টারে বর্ধমান যাবেন তিনি।
আরও পড়ুন : ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওইদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ১০৮টি প্রকল্পের শিলান্যাস করবেন। এছাড়া, ৪০টি প্রকল্পের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। মোট ৭১৮৬.৫৪২ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হবে ওইদিন। ৩৫৩০৮.৮৫ লক্ষ টাকার কাজের শিলান্যাস হবে। এছাড়া, একাধিক রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত ধরে আউশগ্রাম-১ ব্লকে ১৭টি নলকূপের উদ্বোধন হবে। বর্ধমান শহরে সুফল বাংলা বিপণি ওইদিন থেকেই চালু হবে। এছাড়া, মেমারিতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জেলার আরও কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাসও করবেন। সূচনা হবে কচুরিপানা থেকে তৈরি হস্তশিল্প প্রকল্পের। ওইদিন নাদনঘাট থেকে খরসা গ্রামের রাস্তার, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সোনাকুর গ্রামের রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন : আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
পশ্চিম বর্ধমানের উপভোক্তারাও ওইদিনের প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন। দুই জেলার প্রতিটি ব্লকের আলাদা আলাদা স্টল থাকবে। সেই স্টলগুলি থেকেও উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু বলেন, "মুখ্যমন্ত্রী বরাবরই উন্নয়নে জোর দিয়ে থাকেন। তার প্রচেষ্টায় প্রভূত উন্নয়ন হয়েছে। সব কাজ সম্পূর্ণ হয়েছে সেগুলোর উদ্বোধন করার পাশাপাশি আরও বহু প্রকল্পের সূচনা করবেন তিনি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 30, 2023 9:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: বর্ধমানের সভামঞ্চ থেকে ৪০টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, শিলান্যাস শতাধিক