Bangladesh: ‘দীপু দাস হত্যাকাণ্ডের বিচার চাই’! বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিবৃতি ভারতের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
MEA on Bangladesh Situation: নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনেও হয়েছে বিক্ষোভ৷ বাংলাদেশের সংবাদমাধ্যমে এ নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে৷
নয়াদিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার বিবৃতি দিল ভারত৷ অগ্নিগর্ভ পরিস্থিতি পড়শি দেশে৷ নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনেও হয়েছে বিক্ষোভ৷ বাংলাদেশের সংবাদমাধ্যমে এ নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন দূতাবাসের জোর করে ঢুকে পড়ার মতো কোনও পরিস্থিত তৈরি হয়নি৷ পাশাপাশি দীপু দাস হত্যাকাণ্ডের বিচার দাবি জানাল ভারত৷
বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করা গিয়েছে। আসল ঘটনা হল, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০–২৫ জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং একই সঙ্গে বাংলাদেশে সকল সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানান।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, “কোনও সময়েই দূতাবাসের সীমানার মধ্যে জোর করে ঢুকে পড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি৷ নিরাপত্তা বিঘ্নিত হয়নি৷ ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশকর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ওই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্তভাবে উপলভ্য। ভিয়েনা কনভেনশন অনুযায়ী নিজ ভূখণ্ডে বিদেশি মিশন/পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
advertisement
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশে ক্রমবিকাশমান পরিস্থিতির ওপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে আমাদের গভীর উদ্বেগ তাদের জানান হয়েছে। আমরা দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 4:17 PM IST









