Vastu Shastra: বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে যে গাছগুলো রাখলেই সর্বনাশ...টাকার অভাবে জীবন ছাড়খার হবে, ব্যর্থতা,মানসিক অশান্তি জাঁকিয়ে বসবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাস্তুশাস্ত্র মতে, এমন কিছু গাছ আছে, যা বাড়িতে আনলে জীবনে ঘোর দুর্দশা নেমে আসে। নেগেটিভ শক্তিতে ভরে ওঠে বাড়ির আনাচ-কানাচ, পারিবারিক অশান্তি, আর্থিক অনটন, দুর্ভাগ্য, অসফলতা পিছু ছাড়ে না! জেনে নিন, কোন কোন গাছ ভুলেও বাড়িতে রাখা চলবে না
advertisement
advertisement
advertisement
বনসাই গাছ-- বাস্তু শাস্ত্র অনুযায়ী, বনসাই গাছ কখনওই ঘরের ভিতরে রাখা উচিত নয়। বনসাই গাছ বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি করে বলে মনে করা হয় এবং এগুলো উন্নতি ও অগ্রগতিকে সীমিত করে। এগুলি সংগ্রাম, আর্থিক বাধা এবং স্থবিরতার প্রতীক হিসেবেও ধরা হয়।যদি কর্মজীবনে উন্নতি থমকে থাকে, ব্যবসায় লাভ ও প্রসার না বাড়ে বা দীর্ঘদিন স্বাস্থ্যের সমস্যায় ভোগেন, তবে এর জন্য দায়ী হতে পারে বনসাই গাছ। যদি একান্তই বনসাই রাখতে চান, তাহলে সেগুলি বাড়ির ছাদে বা বাগানে রাখুন।
advertisement
অনেকেই বাড়ি ও বারান্দায় মানি প্ল্যান্ট রাখেন। বাস্তুমতে, মানি প্ল্যান্ট ঘরের ভিতরে রাখলে সেটি এমন ভাবে রাখতে হবে, যাতে কোনও সাপোর্টের সাহায্যে গাছটি উপরের দিকে বেড়ে ওঠে। তাকের উপরেও মানি প্ল্যান্ট রাখতে পারেন। কিন্তু এমন ভাবে মানি প্ল্যান্ট রাখবেন না যাতে সেটি মেঝে বা দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
কোন দিকে বড় গাছ লাগানো উচিত নয়?বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর বা পূর্ব দিকে বড় গাছ লাগানো উচিত নয়। আম, অশ্বত্থ (পিপুল) ও নিমের মতো বড় ও উঁচু গাছ উত্তর বা পূর্ব দিকে রোপণ করা নিষিদ্ধ। কারণ উত্তর ও পূর্ব দিক সমৃদ্ধি, অর্থপ্রবাহ এবং সূর্যের শক্তির সঙ্গে যুক্ত। এই দিকগুলিতে বড় গাছ থাকলে ঘরে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশে বাধা সৃষ্টি হয়, ফলে পজিটিভ মহাজাগতিক শক্তির প্রবাহ ব্যাহত হয়। ফলে বাড়িতে টাকার অভাব দেখা দেয়।










