হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আজ বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, হতে পারে বড় ঘোষণা! তৎপরতা তুঙ্গে

Mamata Banerjee: আজ বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, হতে পারে বড় ঘোষণা! তৎপরতা তুঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: বর্ধমানের গোদার মাঠে দুই বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

বর্ধমান: আজ বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের গোদার মাঠে দুই বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সভামঞ্চ থেকে তিনি উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন। এছাড়াও দুই বর্ধমান জেলার বিভিন্ন প্রকল্পের সূচনা, উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ভূমিহীনদের হাতে বাড়ি তৈরি ও চাষের জন্য জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের গোদা মাঠে এই সভা হবে।

বীরভূম থেকে হেলিকপ্টারে বর্ধমান আসবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সভা উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি কয়েকদিন ধরেই তুঙ্গে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার ১০৮টি প্রকল্পের শিলান্যাস করবেন। এছাড়া তিনি এই জেলার ৪০টি প্রকল্পের উদ্বোধন করবেন। মোট ৭১৮৬.৫৪২ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হবে ওইদিন।৩৫৩০৮.৮৫ লক্ষ টাকার কাজের শিলান্যাস হবে। একাধিক রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত ধরে আউশগ্রাম-১ ব্লকে ১৭টি নলকূপের উদ্বোধন হবে। বর্ধমান শহরে সুফল বাংলা বিপণনী এদিন থেকেই চালু হবে। এছাড়া মেমারিতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জেলার আরও কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাসও করা হবে। কচুরিপানা থেকে তৈরি হস্তশিল্প প্রকল্পের সূচনাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নাদনঘাট থেকে খরসা গ্রামের রাস্তার উদ্বোধন হবে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সোনাকুর গ্রামের রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

, ,. .

আরও পড়ুন: হঠাৎ করে সোনাঝুরির চায়ের দোকানে মুখ্যমন্ত্রী, চা বানিয়ে খাওয়ালেন সকলকে! দেখুন

একই ভাবে পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস, সূচনা করবেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে নানা ধরনের সামগ্রী তুলে দেবেন। পশ্চিম বর্ধমানের উপভোক্তারাও প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন। দুই জেলার প্রতিটি ব্লকের আলাদা আলাদা স্টল থাকবে। সেই স্টলগুলি থেকেও উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে উপভোক্তাদের সামগ্রী তুলে দেবেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই তালিকা তৈরি করেছে। কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Bardhaman news, Mamata Banerjee