হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'চাকরির জন্য বাইরে যাবেন না, খুব শিগগির হবে...!' বড় ইঙ্গিত দিলেন মমতা

Mamata Banerjee: 'চাকরির জন্য বাইরে যাবেন না, খুব শিগগির হবে...!' বড় ইঙ্গিত দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়েও কেন্দ্রকে এদিন কটাক্ষ করলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় সরকার একটা বাজেট পেশ করেছে। সেখানে বেকারদের জন্য একটা শব্দ খরচ করা হয়নি। ভোট চলে গেলে ৪ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কালকে তো সরকার পরে যাচ্ছিল। শেয়ার বাজারে ধস নেমেছিল। এবার কাউকে কাউকে অনুরোধ করেছে। আমি জানা তাঁরা কারা! নামগুলো বলে আমি তাঁদের আর দুর্বিসহ করতে চাই না। ৬ জন, ৮ জনকে ফোন করে বলেছে কাউকে ২০ হাজার কোটি টাকা দাও। মানে যাদের শেয়ার পরে যাচ্ছিল তাদের দাও। কাউকে ৩০ হাজার কোটি টাকা, কাউকে ১০ হাজার কোটি টাকা দিতে বলেছিল। এই দিয়ে কি সরকার চলে?"

 

মুখ্যমন্ত্রী বলেন, "কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে? যারা কাজ করেছেন, তাদের টাকাও দেননি। আর এই বাজেটে ৭ হাজার কোটি টাকা কেটে নিয়েছে। যাতে আগামী দিনে কেউ কাজ করতে না পারে। ক্ষমতা দেখাচ্ছে। ভোটের আগে বড় বড় কথা। ছাড়পোকা কামড়ালেও কেন্দ্রীয় দল। কে কী জামাকাপড় পড়েছে, তার জন্য কেন্দ্রীয় দল। আমাদের রাজ্যের টাকা সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানকার কিছু বাবু আছেন, যখন নিজেরা ক্ষমতায় ছিলেন কী কী করেছিলেন তা জানলে নিজেরই লজ্জা লাগবে। জানতে পেরেছি পরে। দুর্ভাগ্য এটাই আমাদের।"

আরও পড়ুূন,  নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

আরও পড়ুন, 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', মমতাকে কে বলল এমন কথা?

তিনি আরও বলেন, "চাকরির জন্য বাইরে যাবেন না, খুব শিগগির দেউচা-পাচামি হবে। এর প্রথম ধাপ হয়ে গিয়েছে। ওখানে কয়েকলাখ ছেলে মেয়ের চাকরি হবে। ৭২ হাজার কোটি টাকা আমরা ইতিমধ্যে বিনিয়োগ করেছি।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: CM Mamata Banerjee