Mamata Banerjee: 'দোষী হলে শাস্তি পাবে', পার্থকে নিয়ে সরাসরি বললেন মমতা! পাল্টা দিলেন চ্যালেঞ্জও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। বিহারে, ঝাড়খন্ডে সরকার ছিল আগে।''
#কৃষ্ণনগর: কৃষ্ণনগরে আজ প্রকাশ্য সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠের সভা থেকে তাঁর মুখে উঠে এল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব পক্ষই যখন ময়দানে নেমে পড়েছে, তখন নদিয়া জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে নজর ছিল রাজনৈতিক মহলের। দুর্নীতি নিয়ে তিনি কী বলেন, তা নিয়েও ছিল আগ্রহ। এদিন সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''ব্যাপমে কী করেছ? কজন গ্রেফতার হয়েছে? আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কেস বিচারাধীন। দোষী হলে শাস্তি পাবে। এরা মিডিয়া ট্রায়াল করছে৷ কজনকে জেলে পুরতে পারে দেখি।''
বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ''২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। বিহারে, ঝাড়খন্ডে সরকার ছিল আগে। কেরালা, কর্ণাটকে হারবে। উত্তর পূর্ব হারবে৷ গুজরাত, ইউপিতে সব আসন পাবে না। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ রাজনৈতিক ভাবে লড়ো, আমি তৈরি। গায়ের জোরে নয়, মানুষকে ভালোবেসে জয় করতে হবে।''
advertisement
advertisement
নিজের দলের ভুলভ্রান্তির প্রসঙ্গও তুলে তৃণমূল নেত্রী বলেন, ''একটা দুটো লোক ভুল করে। যারা ভুল ত্রুটি করবে তারা সংশোধন করবে। মাথা উঁচু করে চলবেন। কোনও লোভ যেন গ্রাস না করে। সোনা-মুক্তোর মালা আমরা খাব না। যতটুকু প্রয়োজন ততটুকু। অর্থের মূল্য অনর্থ। লোভ করে অর্থ করলে বদনাম হচ্ছে। সবচেয়ে বেশি বিজেপি করে। ভোট আসলে আবার বন্ড করছ। আর এজেন্সি দিয়ে বাকিদের ভয় দেখাচ্ছো।''
advertisement
নরেন্দ্র মোদি সরকারের কোনও সিদ্ধান্তই যে জনগণের কারণে নয়, তাও কটাক্ষের সুরে তুলে ধরেন তৃণমূল নেত্রী। বলেন, ''নোটবন্দি কাজে লাগেনি৷ জনগণের জন্য টাকা তুমি দাও না। নিজেদের জন্য ভাবো। মানুষের জন্য ভাবো না। ভোট চলে গেলে চেনে না। আমাকে লড়াই করতে হচ্ছে দানবিক সরকারের সঙ্গে৷ আপনারা বুঝবেন এটা। বাংলাই পথ দেখাবে দেশকে৷ বাংলার ছেলে মেয়েদের আরও বেশি করে কাজে যোগ দিতে হবে৷ কেউ গর্ব করব না, আমি ছোট, আমি বড় বলে৷ নিউ জেনারেশনের কাছে বিজেপি সোশ্যাল নেটওয়ার্ক মারফত টাকা দিচ্ছে। ফেক ভিডিও দিচ্ছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'দোষী হলে শাস্তি পাবে', পার্থকে নিয়ে সরাসরি বললেন মমতা! পাল্টা দিলেন চ্যালেঞ্জও