ওরা রাম নয় রাবণের পুজো করে, ওদের শ্রীরাম আমাদের মা দুর্গা : মমতা
Last Updated:
নাম না করে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন
#ঝাড়গ্রাম: সামনেই লোকসভা নির্বাচন ৷ আর তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় লেগে পড়ছেন রাজনৈতিক নেতারা ৷ আর তারই ইঙ্গিত পাওয়া গেল ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর জনসভাতেও ৷
সোমবার ঝাড়গ্রামের জনসভাতেও বিজেপি ‘রামমন্দির’ রাজনীতিকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ‘রামমন্দির’-এর প্রসঙ্গ তুলে এদিন মমতা বলেন, ‘বিজেপি দেশের সর্বনাশ করছে, বিক্রি করছে দেবতাকে ৷’
মমতা আরও বলেন, ‘ একটা রামমন্দির বানিয়ে ওরা বলছে জয় শ্রীরাম ৷ আমরা কাকে পুজো করি, মা দুর্গাকে ৷ আর মা দুর্গাকেই পুজো করেছিলেন রাম ৷ তাহলে আমরা কাকে পুজো করব? রামচন্দ্রকে পুজো করব? নাকি মাদুর্গাকে ?
advertisement
advertisement
মমতার কথায়, ‘বিজেপি রাম নয় রাবণের পুজো করে, তারা বারে বারে শান্ত জঙ্গলমহল অশান্ত করার চেষ্টা করছে৷ চিরকালই দাঙ্গা ও বিভাজনের রাজনীতি করে এসেছে ৷ এখন চেষ্টা করছে সারা রাজ্যে আগুন লাগানোর ৷’
এ রাজ্যে কৃষকদের খাজনা মুকুবের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন তাঁর রাজ্যে কৃষকদের কৃষি খাজনা মুকুব হয়েছে ৷ প্রায় ২৫ লক্ষ গৃহহীনদের বাড়ি তৈরি করেছে তাঁর সরকার, আরও ১৫ লক্ষ বাড়ি হবে তৈরি ৷ একই সঙ্গে বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন কালো টাকা থেকে চাকরির প্রতিশ্রুতি, প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন তিনি ৷ তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে মাথায় ফেট্টি বেঁধে গ্রামে ঢুকছে দুষ্কৃতীরা ৷
advertisement
মুখ্যমন্ত্রীর আক্রমণ আরও জোরালো হয়েছে তখনই যখন তিনি নাম না করে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন ৷ সেই ফাঁদে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি ৷ এসেছে গ্যাস নিয়ে দুর্নীতির প্রসঙ্গও ৷
ঝাড়গ্রামের মঞ্চ থেকেই সরকারি আধিকারিকদের বার্তা দিয়েছেন, কোনও ভাবেই পরিষেবা বণ্টনে দুর্নীতি বরদাস্ত করবেন না মমতা ৷ রেশন কার্ড জন প্রতিনিধি বা আধিকারিকদের কাছে থাকবেনা ৷ যার কার্ড কেবলমাত্র তার কাছেই থাকবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2018 8:05 PM IST