Deucha Pachami Compensation Package: বাড়ল ক্ষতিপূরণের পরিমাণ, আরও উঁচু পদে চাকরি, দেউচা পাচামি নিয়ে বড় ঘোষণা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ওই এলাকায় জমি দখল করে রয়েছেন বা জমির বৈধ কোনও নথি নেই, তাঁদেরও ক্ষতিপূরণ দেবে রাজ্য (Deucha Pachami Coal Block)৷
#কলকাতা: বীরভূমের দেউচা পাচামি প্রকল্পে (Deucha Pachami Coal Block) জট কাটাতে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ালো রাজ্য সরকার৷ এ দিন নবান্নে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, দেউচা পাচামি প্রকল্পে (Deucha Pachami Project Compensation) বাধা সৃষ্টি করার জন্য স্থানীয় মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ স্থানীয় বেআইনি কয়লা খাদান মালিকদের একাংশই এই কাজ করছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেউচা পাচামি প্রকল্পের জন্য প্রায় ১০০০ একর জমি রাজ্য সরকারই দিচ্ছে৷ এর বাইরে যাঁরা এই প্রকল্পের জন্য জমি দেবেন, তাঁদের বাজার মূল্য হিসেবে জমির দামের দ্বিগুন টাকা এবং একশো শতাংশ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সবমিলিয়ে বিঘা প্রতি প্রায় ১৩ লক্ষ টাকা পাবেন জমিদাতারা৷ দেউচা পাচামি নিয়ে জট কাটাতে এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এরকমই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
এর পাশাপাশি যাঁরা প্রকল্পের জন্য বাড়ি দেবেন, তাঁদের ৭০০ বর্গফুট মাপের নতুন বাড়ি তৈরি করে দেবে সরকার৷ এর আগে ৬০০ বর্গফুটের বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল৷ যাঁরা বাড়ির বদলে টাকা নেবেন, তাঁদের ক্ষতিপূরণের অঙ্ক পাঁচ লক্ষ থেকে বাড়িয়ে সাত লক্ষ করা হয়েছে৷
advertisement
প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছিল, যাঁরা দেউচা পাচামি প্রকল্পে জমি বা বাড়ি দেবেন, তাঁদের পরিবারের একজনকে জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হবে৷ নতুন প্যাকেজ অনুযায়ী, যাঁদের যোগ্যতা থাকবে তাঁদের পুলিশ অথব অন্য কোনও সরকারি দফতরে আরও উঁচু পদেও নিয়োগ করা হবে৷ এর জন্য ৫১০০টি শূন্যপদের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ওই এলাকায় জমি দখল করে রয়েছেন বা জমির বৈধ কোনও নথি নেই, তাঁদেরও ক্ষতিপূরণ দেবে রাজ্য৷ নতুন প্যাকেজ ঘোষণা করে দেউচা পাচামি প্রকল্প এলাকার বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, 'আপনাদের যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে নিশ্চিন্তে জমি, বাড়ি দিন৷ কেউ না চাইলে তাঁর জমি, বাড়ি নেওয়া হবে না৷ কিন্তু আমি থাকতে একজনকেও বঞ্চিত হতে দেব না৷'
advertisement
একই সঙ্গে এই প্রকল্প রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'দেউচা পাচামি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে৷ যাদের বেআইনি কয়লার খাদান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন এই কাজ করছে৷ যাতে সরকার বেআইনি খাদানগুলি না নিয়ে নিতে পারে৷ কালকেও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে৷' মুখ্যমন্ত্রীর আরও বলেন, 'আমি জোর করে কিছু দখল করে কোনও কাজ করি না৷ পাঁচটি রাজ্য এই প্রকল্পের দাবিদার ছিল৷ আমরা দু' বছর ধরে লড়াই করে এই প্রকল্প বাংলা এনেছি৷ এই প্রকল্প বাংলার মুখ হবে৷ লক্ষাধিক কর্মসংস্থান হবে৷ '
advertisement
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মোট ৩৪০০ একর জমি জুড়ে গড়ে উঠবে দেউচা পাচামি কয়লা প্রকল্প৷ যার মধ্যে ১০০০ একর জমি সরকারের নিজস্ব৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Deucha Pachami Compensation Package: বাড়ল ক্ষতিপূরণের পরিমাণ, আরও উঁচু পদে চাকরি, দেউচা পাচামি নিয়ে বড় ঘোষণা মমতার