Mamata Banerjee blames DVC for flood in Bengal: 'রাত তিনটের সময় না জানিয়ে জল ছাড়ছে', ক্ষোভ মমতার! কাল বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Last Updated:

আগামিকালই আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন তিনি৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee blames DVC for flood in Bengal)৷

বন্যার জন্য ডিভিসি-কে দুষলেন মমতা৷
বন্যার জন্য ডিভিসি-কে দুষলেন মমতা৷
#কলকাতা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ডিভিসি-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee blames DVC for flood)৷ খাল এবং বাঁধ সংস্কার না করার জন্য ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, রাত তিনটের সময় না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি৷ পুজোর আগে বাংলায় বন্যা পরিস্থিতি (Bengal Flood Situation) তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ ফের ম্যান মেড বন্যার অভিযোগও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকালই আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন তিনি৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখবেন তিনি৷
advertisement
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি৷ পরশুদিন রাত থেকে ডিভিসি মোট ২ লক্ষ ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে বলে খবর৷
advertisement
যার জেরে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা, ঘাটাল, হাওড়া, দুই বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ নানুর সহ বীরভূমের একাংশও প্লাবিত৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকাও জলের তলায় চলে গিয়েছে৷
ঝাড়খণ্ডে গত কয়েকদিনে প্রবল বৃষ্টির জেরেই দুর্গাপুর ব্যারেজ, মাইথন, পাঞ্চেতের মতো জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'পরশুদিন রাতে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হয়েছে৷ আসানসোলে ৩৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ রাত তিনটের সময় আমাদের না জানিয়েই জল ছেড়ে দিয়েছে ডিভিসি৷ ফলে গোটা আসানসোল ডুবে গিয়েছিল৷ ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টি হলে আমাদের ভুগতে হচ্ছে৷ ওরা বাঁধ, খালগুলো পরিষ্কার করলে আরও জল ধরে রাখতে পারত৷ বার বার প্রতিবাদ করেও কাজ হচ্ছে না৷' হতাশ মুখ্যমন্ত্রী বলেন, 'বৃষ্টির জন্য বন্যা হলে বুঝতাম৷ কিন্তু বন্যা হচ্ছে জল ছাড়ার জন্য৷ এটা ম্যান মেড ফ্লাড৷'
advertisement
মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন আসানসোলে জল কিছুটা নামলেও বাঁকুড়া, পুরুলিয়ার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক৷ পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকাতেও ডিভিসি-র ছাড়া জল ঢকেছে৷ হাওড়া, হুগলিতেও দু' দিনের মধ্যে সেই জল এসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গতকাল ভবানীপুরে ভোট থাকলেও বন্যা পরিস্থিতি নিয়ে তিনি নিয়মিত রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি৷ ঝাড়খণ্ডের মুখ্যসচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবও কথা বলেছেন৷ সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'চিন্তা করবেন না, সরকার সবসময় আপনাদের কথা মনে রাখে, মনে রাখবে৷ সবরকম ক্ষতিপূরণ দেওয়া হবে৷'
advertisement
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের জেলার বন্যা পরিস্থিতির তদারকি করার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামী সোমবার বাঁকুড়ায় পৌঁছবেন সুব্রত মুখোপাধ্যায়৷ তার আগে মলয় ঘটক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলের বন্যা পরিস্থিতির উদ্ধারকাজের তদারকি করবেন৷ ফিরহাদ হাকিম, বেচারম মান্নাদের হুগলির পরিস্থিতির দিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে৷ একই ভাবে পূর্ব বর্ধমানে দায়িত্বে থাকছেন স্বপন দেবনাথ, পশ্চিম মেদিনীপুরে মানস ভুঁইঞা৷
advertisement
বন্যা ত্রাণের জন্য সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার জন্যও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে গিয়ে রাজ্যের ভাঁড়ারেও যে টান পড়ছে, তাও জানিয়েছেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee blames DVC for flood in Bengal: 'রাত তিনটের সময় না জানিয়ে জল ছাড়ছে', ক্ষোভ মমতার! কাল বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement