Rain Prediction in Durga Puja: পুজোতেও বৃষ্টি? দেরিতে বিদায়ে বাড়ছে আশঙ্কা, আজ থেকেই ভাসবে উত্তরবঙ্গ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী দু-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারে প্রবল বৃষ্টি। বাড়বে জলাধার ও নদীর জল স্তর। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাঃ নেই।
#কলকাতা: গত কয়েক বছর ধরেই দুর্গা পুজোয় বৃষ্টিটা নিয়মেই পরিণত হয়েছে৷ বৃষ্টিকে জয় করেই ঠাকুর দেখতে বেরিয়েও পড়েন মানুষ৷ বর্ষার যা গতিপ্রকৃতি, তাতে এবারেও পুজোয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার, ৬ অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে৷ আবহবিদরা বলছেন, স্বাভাবিক নিয়মের থেকে প্রায় দু' সপ্তাহ দেরিতে বিদায় নিচ্ছে বর্ষা৷ দেশের বাকি অংশেও বর্ষা বিদায় নিতে নিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে৷ আর সেই প্রক্রিয়া যদি কয়েকদিনের জন্য পিছোয়, তাহলে পুজোয় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে৷
advertisement
আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার কথা। আগামী দু'-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে বাড়বে জলাধার ও নদীর জল স্তর। নিচু এলাকাগুলিতেও প্লাবনের আশঙ্কা রয়েছে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ, মাইথনের মতো জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি৷ যার জেরে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে৷ বীরভূমের কয়েকটি নদীও রীতিমতো ফুঁসছে৷
দক্ষিণবঙ্গের সুস্পষ্ট নিম্নচাপটির অভিমুখ বর্তমানে ঝাড়খন্ড এবং বিহার হয়ে ফের উত্তরবঙ্গের দিকে রয়েছে। বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর এটির অবস্থান রয়েছে।একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত।
advertisement
সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। এ ছাড়াও ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ দু'-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আগামী দু' দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রাও বাড়বে৷ জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু'-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 10:47 AM IST