Mamata Banerjee advises Aditi Munshi: গানের অনুষ্ঠান থাকলেও কীভাবে বিধানসভায় হাজিরা? অদিতি মুন্সিকে পরামর্শ দিলেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi) এবারের বিধানসভা নির্বাচনেই রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন (Mamata Banerjee advises Aditi Munshi)৷
#মধ্যমগ্রাম: বিধানসভায় ভোটাভুটি থাকলে যে ভাবেই হোক উপস্থিত থাকতেই হবে৷ গানের অনুষ্ঠান থাকলে তা রাখতে হবে সন্ধের পর৷ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিকে নিজেই এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee advises Aditi Munshi)৷ এ দিন মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি৷ সেখানেই তাঁকে এই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi) এবারের বিধানসভা নির্বাচনেই রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ মধ্যমগ্রামের বৈঠকে তাঁর এলাকার কী সমস্যা আছে তা জানতে চান মুখ্যমন্ত্রী৷ নিজের এলাকার জল জমা সমস্যার কথা তুলে ধরেন অদিতি৷ বিষয়টি নিয়ে দফতরের সচিবের সঙ্গে সরাসরি অদিতির কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ বিধায়ক হিসেবে তাঁর প্রস্তাবও অদিতিকে জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এর পরই মুখ্যমন্ত্রী অদিতি মুন্সির গানের প্রশংসা করেন৷ মুখ্যমন্ত্রী আরও জানতে চান, গতকাল অদিতি বিধানসভায় হাজির ছিলেন কি না? অদিতি জানান, গানের অনুষ্ঠান থাকার কারণেই তিনি মঙ্গলবার বিধানসভায় থাকতে পারেননি৷
এ কথা শুনেই অদিতিকে পরামর্শ দিয়ে মমতা বলেন, 'সবসময় মনে রাখবে বিধানসভায় ভোট থাকলে থাকতেই হবে৷ সেই মতো অ্যাডজাস্ট করে নেবে৷ বিধানসভা যখন থাকবে তখন সন্ধেবেলা গানের অনুষ্ঠান রাখবে, তাহলেই আর সমস্যা হবে না!' অদিতি মুন্সির পরিবারের কুশল সংবাদও নেন মুখ্যমন্ত্রী৷ অদিতি ছট পুজোয় মেদিনীপুরে গিয়ে অনুষ্ঠানে ভাল গান করে এসেছেন, সেই খবরও যে তাঁর কাছে আছে তাও জানান মমতা৷
advertisement
তবে শুধু অদিতি মুন্সি নন, এ দিন প্রশাসনিক বৈঠকে বাকি বিধায়কদেরও বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের বাইরে গেলে দলকে জানিয়ে যেতে হবে বিধায়কদের৷ প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব আনে রাজ্য সরকার৷ কিন্তু ভোটাভুটির সময় দেখা যায়, শাসক দলের বহু বিধায়কই বিধানসভায় অনুপস্থিত রয়েছেন৷ প্রস্তাব পাশ হয়ে গেলেও তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১১২টি৷ অথচ এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সংখ্যা ২১৭৷ তাছাড়াও বেশ কয়েকজন বিধায়ক বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তার পরই এ দিন বিধানসভায় বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2021 10:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee advises Aditi Munshi: গানের অনুষ্ঠান থাকলেও কীভাবে বিধানসভায় হাজিরা? অদিতি মুন্সিকে পরামর্শ দিলেন মমতা