Mamata Banerjee: 'পুলিশের ইগোয় ভুগছে মানুষ', চিংড়িঘাটায় পর পর দুর্ঘটনা নিয়ে কড়া মমতা

Last Updated:

গত কয়েক দিনের ব্যবধানে চিংড়িঘাটায় দু'টি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু'জনের৷ মঙ্গলবার সকালেও প্রাণ গিয়েছে এক বাইক আরোহীর (Mamata Banerjee)৷

মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷
মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: ই এম বাইপাসের উপরে চিংড়িঘাটায় পর পর দুর্ঘটনার জন্য কলকাতা এবং বিধাননগর পুলিশ কমিশনারেটকে কড়া ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, অবিলম্বে দুই কমিশনারেটের মধ্যে টানাপোড়েন দূর করে চিংড়িঘাটায় দুর্ঘটনা বন্ধ করতে হবে৷
গত কয়েক দিনের ব্যবধানে চিংড়িঘাটায় দু'টি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু'জনের৷ মঙ্গলবার সকালেও প্রাণ গিয়েছে এক বাইক আরোহীর৷ এ ছাড়াও এ দিন মধ্যমগ্রামে উত্তর চব্বিশ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে বিষয়টি তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ চিংড়িঘাটা মোড়ের সংযোগস্থলে একটি অংশ পড়ে কলকাতা পুলিশের আওতায়৷ আবার অন্য দিকের অংশে যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বিধাননগর পুলিশ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোন অংশ কার ভাগে পড়ছে এই নিয়ে দুই পুলিশের টানাপোড়েনে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ৷
advertisement
advertisement
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'তোমাদের ইগোর জন্য কেন সাধারণ মানুষ ভুগবে৷ এতগুলো দুর্ঘটনা কেন হবে? একটাও দুর্ঘটনা যেন না হয়, মানুষের জীবন অনেক দামি৷' এর পরই মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, 'নিজেদের মধ্যে সমন্বয় বাড়াও৷ আমি আর কোনও কথা শুনতে চাই না৷ ওখানে যেন আর একটাও দুর্ঘটনা না ঘটে৷' মুখ্যমন্ত্রী আরও জানান, চিংড়িঘাটায় সাধারণ মানুষের সুবিধার্থে একটি ফুট ওভারব্রিজও তৈরি করা হচ্ছে৷
advertisement
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই তৎপর হন পুলিশকর্তারা৷ মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই চিংড়িঘাটা মোড়ের ট্রাফিক ব্যবস্থা ঘুরে দেখতে যান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, বিধাননগর কমিশনারেটের কমিশনার সুপ্রতিম সরকার এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক
সন্তোষকুমার পাণ্ডে৷ চিংড়িঘাটা মোড় পরিদর্শন করে দুর্ঘটনা কমাতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা সারেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর ধমকে ব্যস্ত চিংড়িঘাটা মোড়ে দুর্ঘটনা কমে কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'পুলিশের ইগোয় ভুগছে মানুষ', চিংড়িঘাটায় পর পর দুর্ঘটনা নিয়ে কড়া মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement