Digha: দিঘা সমুদ্রে স্নানে নেমেছিল 'ওঁরা', আচমকা ধেয়ে এল দানব ঢেউ, তারপর যা ঘটল...হাহাকার, কান্না সি-বিচে

Last Updated:

Digha: দিঘা সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাচ্ছিলেন মামা এবং ভাগ্নে। কোনওমতে মামাকে উদ্ধার করা সম্ভব হলেও ভাগ্নে এখনও নিখোঁজ। সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে নুলিয়ারা।

দিঘা। সংগৃহীত ছবি।
দিঘা। সংগৃহীত ছবি।
দিঘাঃ দিঘা সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাচ্ছিলেন মামা এবং ভাগ্নে। কোনওমতে মামাকে উদ্ধার করা সম্ভব হলেও ভাগ্নে এখনও নিখোঁজ। সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে নুলিয়ারা। জানা গিয়েছে, সোমবার বিকেল নাগাদ পুরানো দিঘায় সি-হক ঘোলা সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে। নিখোঁজ স্বপন মালিক (২৫), হুগলির তারকেশ্বর এলাকার বাসিন্দা। বেসরকারি সংস্থার কর্মী।
দু’দিন আগে কর্মসূত্রে দিঘা মোহনা থানার উত্তর খাদাল গোবরার বাসিন্দা মামা তপন সানার বাড়িতে গিয়েছিলেন স্বপন। গতকাল মামা ভাগ্নে সমুদ্রে স্নানে নামেন। এরপরেই ঢেউরের তোড়ে তলিয়ে যায় দু’জন। নুলিয়ারা মামাকে উদ্ধার করে ভাগ্নেকে এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
আরও পড়ুনঃ সুহাগরাতে বরের জন্য দুধ নিয়ে ঘরে ঢুকল নববধূ, বন্ধ হল দরজা! পান করতেই বদলাল মেজাজ! তারপরই ‘খেলা শুরু’, যা ঘটল ভয়ঙ্কর…
জানা গিয়েছে, নিখোঁজ যুবকের সন্ধানে সমুদ্রে তল্লাশি জারি রেখেছে দিঘা মোহনা কোস্টাল থানার উদ্ধারকারী দল।
advertisement
advertisement
পঙ্কজ দাশরথি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘা সমুদ্রে স্নানে নেমেছিল 'ওঁরা', আচমকা ধেয়ে এল দানব ঢেউ, তারপর যা ঘটল...হাহাকার, কান্না সি-বিচে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement