Suhagrat Dulhan Bizarre News: সুহাগরাতে বরের জন্য দুধ নিয়ে ঘরে ঢুকল নববধূ, বন্ধ হল দরজা! পান করতেই বদলাল মেজাজ! তারপরই 'খেলা শুরু', যা ঘটল ভয়ঙ্কর...

Last Updated:

Suhagrat Dulhan Bizarre News: আগ্রায় বিয়ের পরদিনই শ্বশুরবাড়িতে ডাকাতি করে চম্পট দিল নববধূ। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং নববধূ ও মধ্যস্থতাকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের দু'জনকে পাকড়াও করার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল।

নববধূ। প্রতীকী ছবি।
নববধূ। প্রতীকী ছবি।
আগ্রা: আগ্রায় বিয়ের পরদিনই শ্বশুরবাড়িতে ডাকাতি করে চম্পট দিল নববধূ। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং নববধূ ও মধ্যস্থতাকারীকে গ্রেফতার করে। পুলিশ তাদের দু’জনকে পাকড়াও করার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। বিয়ের দ্বিতীয় দিন শ্বশুরবাড়ির জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী নববধূ নীলু ওরফে আতিমা। তাকে গ্রেফতার করেছে ইটমাদ্দৌলার থানা।
প্রসঙ্গত, গত ৫ মে ইটমাদ্দৌলার সীতানগর থানা এলাকার কুসুমা দেবীর ছেলে রিঙ্কুর সঙ্গে অন্তিমা নামে এই যুবতীর বিয়ে হয়। আইনজীবী জয়প্রকাশও বিয়ের জন্য ১.৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। বিয়েতে অন্তিমার মাসি, মামা ও মামীও উপস্থিত ছিলেন। নিউ আগ্রা এলাকার নাগলা পাড়ির একটি মন্দিরে বিয়ে হয় অন্তিমা ও রিঙ্কুর। অনুষ্ঠান শেষে নববধূ তার স্বামী-সহ পরিবারের সকলের জন্য দুধ নিয়ে আসেন, তাতে তিনি নেশা জিনিস মিশিয়ে দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
advertisement
আরও পড়ুনঃ ইংরেজিতে ‘S’ দিয়ে শুরু নামের মানুষরা কেমন হন? আগামিকাল থেকে কী ঘটবে তাদের জীবনে? জেনে নিন অবশ্যই
পুলিশ জানতে পেরেছে, সেই দুধ পান করার পরে পুরো পরিবার সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপরই সমস্ত গহনা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় নববধূ। একটি সিসি ক্যামেরার ফুটেজে ওই যুবতীকে কিছু লোকের সঙ্গে একটি গাড়িতে উঠতে এবং পালাতে দেখা যায়। বরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কাকা, মামা এবং মাসিকে গ্রেফতার করে। তিন অভিযুক্ত টাকা জন্য অন্তিমার আত্মীয় হয়ে ওঠে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
চৌকির ইনচার্জ রামবাগ মোহিত মালিক জানিয়েছেন, আইনজীবী জেপি ওই নববধূকে বলেছিলেন, তিনি বারাণসীর বাসিন্দা। পুলিশ খবর পায়, উকিল ওই কনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপরই রামবাগ ব্রিজ থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, তার আসল নাম নীলু, যিনি ইলাদাতনগরের বাসিন্দা অমিতের স্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Suhagrat Dulhan Bizarre News: সুহাগরাতে বরের জন্য দুধ নিয়ে ঘরে ঢুকল নববধূ, বন্ধ হল দরজা! পান করতেই বদলাল মেজাজ! তারপরই 'খেলা শুরু', যা ঘটল ভয়ঙ্কর...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement