Hooghly News: হুগলির ঘাটে ঘাটে সকাল থেকেই মকরের পুণ্য স্নানের ভিড়, দেখুন ভিডিও

Last Updated:

মকর সংক্রান্তির উৎসব পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে মহা সমারোহে

+
মকর

মকর সংক্রান্তি পূর্ণ গঙ্গাস্নান

হুগলি: আজ মকর সংক্রান্তির উৎসব পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে মহা সমারোহে। ভারতের বিভিন্ন অঞ্চলে, স্থানীয় বিশ্বাস অনুসারে এই সংক্রান্তি আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। মকর সংক্রান্তির দিনে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে সূর্য দেবতাকে কালো তিল দিয়ে পূজা করা হয়। সূর্য উত্তরায়ণ হয় মকর সংক্রান্তির দিনে। হিন্দু ধর্মে, সূর্যের দক্ষিণ থেকে উত্তরে চলাফেরাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, সূর্য যখন পূর্ব থেকে উত্তরে চলে যায়, তখন তার রশ্মি স্বাস্থ্য ও শান্তি বৃদ্ধি করে। উত্তর দিকে যাওয়ার সময় সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই একে মকর সংক্রান্তিও বলা হয়।
মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। এর পিছনে রয়েছে কিংবদন্তি। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনে মহারাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। এরপর তাঁর পিছু পিছু হাঁটতে গিয়ে কপিল মুনির আশ্রমের পাশ দিয়ে গঙ্গা সাগরে মিশে যান। সেই থেকে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মকর সংক্রান্তি উপলক্ষে হুগলির বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে স্নানের জন্য সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যায়। শুধুমাত্র গঙ্গাস্নান নয়, গঙ্গাস্নান করার পরে মন খুলে সবাই দান ধ্যান করেন। মকরের এই বিশেষ দিনে বলা হয় সূর্য দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণের পথে যায়। এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। এই কারণে এই দিনটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুভদিনে তাই সমস্ত মানুষ এখন ব্যস্ত, গঙ্গাস্নান সেরে মন পবিত্র করতে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলির ঘাটে ঘাটে সকাল থেকেই মকরের পুণ্য স্নানের ভিড়, দেখুন ভিডিও
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement