Lok Sabha Elections 2024: ইডির ডাকে সাড়া না দিয়ে কালিগঞ্জে নির্বাচনী প্রচারে ব্যস্ত মহুয়া
- Published by:Uddalak B
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Lok Sabha Elections 2024: কালিগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় তিনি ভোট প্রচার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডাতে ইডির অফিসে গেলেন না তিনি
নদিয়া: সম্প্রতি কয়েকদিন আগে নদিয়ার কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং করিমপুরের বাড়িতে হানা দেয় ইডি। এবং সে সময় তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস জানালেও আজ সেই ইডির ডাককে দলীয় প্রচারের কারণে অগ্রাহ্য করলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কালিগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় তিনি ভোট প্রচার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডাতে ইডির অফিসে গেলেন না তিনি। আর এই নিয়েই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে!
এবার দেখার ইডির আধিকারিকরা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে আগামীতে! দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তারই প্রাক্কালে নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে রাজ্যের প্রথম নির্বাচনী সভা করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অন্যদিকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রাজার বর্তমান প্রজন্মের সদস্যা রাজরানী অমৃতা রায় বিজেপির প্রার্থী। প্রধানমন্ত্রী স্বয়ং নবাগত রাজনীতিতে রাজমাতাকে স্বাগত জানিয়ে ফোন করে রাজনৈতিক অভিভাবকের মতন পরামর্শ দিয়েছেন নানান।
advertisement
advertisement
অন্যদিকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় প্রসঙ্গে কটাক্ষ করে বলেছিলেন রাজ মাতা একজনই তা হল রানী রাসমণি। নদিয়ার মানুষ রাজতন্ত্র বোঝেন না, কে রাজ রানী তাও আমি চিনিনা। তবে জেলার দুই আংশিক এবং দুই পূর্ণ সাংসদ নির্বাচন ক্ষেত্রের মধ্যে কৃষ্ণনগর যে এবারও আলোচনার শিরোনামে তা বোঝা যাচ্ছে এখন থেকেই। একদিকে মহুয়া মৈত্রের পাশে মুখ্যমন্ত্রী অন্যদিকে অমৃতা রায়ের পাশে প্রধানমন্ত্রী।
advertisement
তবে তৃণমূলের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হয়েছে ইডি সিবিআই দিয়ে তাদের প্রার্থীকে বিরক্ত করে এবং আইনি সমস্যায় জর্জরিত করার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, দেশের তথ্য ফাঁস থেকে শুরু করে অর্থের বিনিময়ে, শুধু তাই নয় উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের একটা অংশ তার সঙ্গে ঘনিষ্ঠতা রেখে নির্বাচনের সহযোগিতা করছে এমনও অডিও ক্লিপস ভাইরাল হয়েছে। তাই এক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর তৎপর হবে এটাই স্বাভাবিক। অতএব আসন্ন লোকসভা নির্বাচনে মহুয়ার সাম্রাজ্য কি অধীনস্থ করতে পারবে কৃষ্ণনগরের রানী অমৃতা দেবী? তা এখন সময়ই বলবে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2024: ইডির ডাকে সাড়া না দিয়ে কালিগঞ্জে নির্বাচনী প্রচারে ব্যস্ত মহুয়া