পর্যটকদের আনাগোনা সারাবছর! কিন্তু 'খুব চেনা' মহিষাদল রাজবাড়ির পুজো দেখেছেন? রয়েছে চমকে দেওয়া সব রীতি

Last Updated:

Mahishadal Rajbari Durga Puja : মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। প্রতিপদ থেকে শুরু হয় রাজবাড়ির প্রায় ২৫০ বছরের প্রাচীন পুজো। রয়েছে চমকে দেওয়া সব রীতি।

+
মহিষাদল

মহিষাদল রাজবাড়ি

মহিষাদল, সৈকত শী : বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোয় রাজবাড়ি বা বনেদি বাড়ির আমেজ থাকে ভিন্ন। নিয়মনিষ্ঠা, সাবেকিয়ানা ও ঐতিহ্যের পরম্পরা আজও বর্তমান বনেদি বাড়ির পুজোগুলিতে।  কিছু নিয়ম কানুনের বদল ঘটলেও প্রাচীন ঐতিহ্য সযত্নে লালিত হয় বর্তমান প্রজন্মের হাত ধরে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি রাজবাড়ি বা বনেদি বাড়ির পুজো রয়েছে। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা ঐতিহাসিক প্রেক্ষাপট।
সেরকমই একটি মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে শুরু হয় রাজবাড়ির প্রায় ২৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। তৎকালীন রাণী জানকি দেবী এই পুজোর প্রবর্তন করেছিলেন। ইতিহাস বিজড়িত পুজোকে ঘিরে রয়েছে নানান রূপকথার গল্প। রাজবাড়ির কূলদেবতা যেহেতু মদন গোপাল জিউ। তাই বৈষ্ণব মতে হয় দুর্গাপুজো। আগে সন্ধিপুজোর সময় কামান দেগে এলাকার মানুষজনদের জানান দেওয়া হত, রাজবাড়ির সন্ধিপুজো শুরু হতে চলেছে।
advertisement
advertisement
সরকার বাহাদুর কামান দাগা বন্ধ করে। সেই থেকে কামান দাগা বন্ধ। পুজোয় প্রথা রক্ষা করা হচ্ছে আতসবাজির আওয়াজে। পুজোর সময় বর্তমানেও নিয়ম মেনে মায়ের পায়ে রাখা হয় রাজপরিবারের সব তলোয়ার-অস্ত্রশস্ত্র। বার্তা একটাই, “যুদ্ধ নয়, শান্তি চাই।” রাজপরিবারের সদস্য সূর্য প্রসাদ গর্গ বলেন, দীর্ঘদিন যাঁরা প্রতিমা তৈরি করেন, তারা এ বছর প্রতিমা তৈরি করছেন। আটচালায় প্রতিমার টানা টানা চোখ। যা অন্যান্য প্রতিমার চেয়ে ভিন্ন। আগে সপ্তমীর দিন ৭ মন, অষ্টমীর দিন ৮ মন, নবমীতে ৯ মন  চালের ভোগ চালের ভোগ তৈরি করা হত। তবে বর্তমানে প্রতিদিন তা হয় না। কিন্তু ভোগের খাওয়া দাওয়ার রীতি মেনে চলে এই পরিবার।
advertisement
সন্ধিপুজোয় একসময় উত্তরাখণ্ড থেকে আসত ১০৮টি নীলপদ্ম। এখন একটি নীলপদ্মের সঙ্গে সাদা পদ্ম দিয়ে নিয়ম রক্ষা করা হয়। জাঁকজমক কমলেও নিষ্ঠাভরে পুজো হয় এই রাজবাড়িতে। রাজবাড়ির মহিলা সদস্যারা আগে পর্দার আড়ালে থাকতেন। সিঁদুর খেলায় সকলের সাথে অংশ নিতে পারতেন না। এখন তা তুলে দেওয়া হয়েছে। সকলের সঙ্গেই সিঁদুর খেলায় মেতে উঠেন রাজবাড়ির সদস্যারা। এই দুর্গাপুজোর নিয়ম ছিল রাজ পরিবারের সদস্য সদস্যারা আগে পুষ্পাঞ্জলি দেবেন, তারপর এলাকার মানুষজনরা পুষ্পাঞ্জলি দিতেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন সেটাও তুলে দেওয়া হয়েছে। শোভাযাত্রার মধ্য দিয়ে বিজয়া দশমীর দিন হিজলি টাইটাল খালে বিসর্জন দেওয়া হত প্রতিমা। এখন আর সেই পরিস্থিতি নেই। রাজবাড়ির দিঘিতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। পুজোর জৌলুস হারিয়েছে, আগের মত এখন আর জাঁকজমক পূর্ণভাবে না হলেও ঐতিহ্য মেনে রাজবাড়ির পুজো হয়ে আসছে। পুজোর ক’টাদিন রাজ বাড়ির মা দুর্গার দর্শন করতে হাজার হাজার মানুষের ভিড় জমে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পর্যটকদের আনাগোনা সারাবছর! কিন্তু 'খুব চেনা' মহিষাদল রাজবাড়ির পুজো দেখেছেন? রয়েছে চমকে দেওয়া সব রীতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement