Madhyamik Student: প্রেমের টানে মাধ্যমিক পরীক্ষার হল থেকেই কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে পালাল ছাত্র! তারপর যা ঘটল...
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Madhyamik Student: মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরাজি পরীক্ষার দিন পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষার্থী আচমকাই পরীক্ষার হল থেকে উধাও হয়ে যায়।
পুরুলিয়া: প্রেমের টানে মাধ্যমিক পরীক্ষা ছেড়ে প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছিল প্রেমিক। রঙিন স্বপ্নের দুনিয়া সাজাতে ভবিষ্যতের কথা চিন্তা না করেই মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেখে প্রেমিকার সঙ্গে চম্পট দিয়েছিল দেবাশিস মাঝি। ঘটনা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল গোটা জেলা জুড়ে। ঘটনার মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই কলেজ পড়ুয়া দেবাশিস-সহ তার প্রেমিকাকে উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার পাড়া থানার নডিহা গ্রামে ওই প্রেমিকার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরীক্ষার হল থেকে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা। পুরুলিয়া সদর থানার পুলিশ এই খবর পাওয়া মাত্রই পাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখান থেকে রবিবার রাতে তাদেরকে উদ্ধার করে।
advertisement
advertisement
অপহরণের অভিযোগে অভিযুক্ত কলেজ পড়ুয়া প্রেমিকাকে আটক করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। সোমবার অভিযুক্ত কলেজ ছাত্রীকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের জেল হেফাজত নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি ও কলেজ পড়ুয়া ছাত্রী, দু’জনকেই উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
advertisement
গত শনিবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরাজি পরীক্ষার দিন পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সিট পড়া কান্টাডি শিক্ষাসত্র হাইস্কুলের ছাত্র তথা আড়শার পাতুয়ারা গ্রামের বাসিন্দা, মাধ্যমিক পরীক্ষার্থী আচমকাই পরীক্ষার হল থেকে উধাও হয়ে যায়। ঘটনার পরেই হুলস্থুল বেঁধে যায়। স্কুলের ক্যাম্পাসের চারদিক খুঁজে, সিসিটিভি ফুটেজ হাতড়েও ওই পরীক্ষার্থীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
advertisement
এরপরে ওই পরীক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক পরীক্ষার্থীর বাবার অভিযোগ, তার ছেলে দেবাশিসকে তার কলেজ পড়ুয়া প্রেমিকা নিয়ে পালিয়েছে। এই মর্মে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা সীতারাম মাঝি পুরুলিয়া সদর থানায় ওই কলেজ ছাত্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশি তদন্তের পর রবিবার রাত ন’টা নাগাদ পাড়ার নডিহা থেকে উদ্ধার করে তাদের দু’জনকে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় জেলা জুড়ে শোরগোল বেঁধে যায়। ওই মাধ্যমিক পরীক্ষার্থী-সহ কলেজ প্রেমিকাকে দ্রুত উদ্ধার করা বড় চ্যালেঞ্জ ছিল পুলিশের কাছে। আর মাত্র ৩৫ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া সদর থানার পুলিশের টিম ওয়ার্কের প্রশংসায় পঞ্চমুখ জেলার মানুষেরাও।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Student: প্রেমের টানে মাধ্যমিক পরীক্ষার হল থেকেই কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে পালাল ছাত্র! তারপর যা ঘটল...