Night Vision Creature: ঘুটঘুটে অন্ধকার! তাও যেন দিনের আলোর মতো স্পষ্ট, নাইট ভিশনওয়ালা এই প্রাণীদের কথা জানতেন?
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Night Vision Creature: যাদের চোখ আছে, তারা সবাই রাতে দেখতে পায়। কিন্তু নাইট ভিশন প্রকৃতি যাদের দিয়েছে, তারা রাতের বা গহন অন্ধকারেও সব কিছু দেখতে পায় দিনের আলোর মতেই স্পষ্ট ভাবে।
জীবজগৎ সত্যিই বড় আশ্চর্যে ভরা। বলা হয় বটে, মানুষ পৃথিবীর উন্নততম জীব, কিন্তু পশু, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গদের এমন কিছু ক্ষমতা রয়েছে যা জানলে অবাক হয়ে যেতে হয়। আসলে, তাদের এই ক্ষমতা একান্তই প্রকৃতির দান। আগুন আর চাকার ব্যবহার শিখে সভ্য সমাজ গড়েছে, তৈরি করেছে আত্মরক্ষার নানা উপায়। অন্য প্রাণীরা তা পারেনি বলেই প্রকৃতি এদের এমন কিছু অনন্য ক্ষমতা দিয়েছে যা তাদের বেঁচে থাকার সহায়ক হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে হ্যাঁ, এরা রাতে কিন্তু সব রঙ দেখতে পায় না। টারসিয়ারের চোখের গঠন এমইন যে তারা রাতে একই রঙের সব কিছু দেখতে পায়। তবে যতই অন্ধকার হোক না কেন, ক্ষুদ্রতম পোকামাকড় এবং ছোট পাখিও এদের চোখ এড়িয়ে যায় না। রাতের অন্ধকারে টারসিয়ারের চোখ দেখলে অনেকেই ভয় পেয়ে যেতে পারেন। এদের চোখ আলোর শেষ ফোটনটুকু পর্যন্ত শুষে নিতে পারে, সেই জন্যই রাতের অন্ধকারেও এদের দেখতে অসুবিধা হয় না।
advertisement
advertisement