চূড়ান্ত অভাব, নিজে পেপার বিক্রি করে সংসার চলে, মাধ্যমিকের পর কী? সেই চিন্তায় দেবাঞ্জন

Last Updated:

বাড়িতে বাবা,মা,বোন আছে। তাই এই ভাবেই বছরের পর বছর কাটিয়ে আসছে দেবাঞ্জন। একটি দূর্ঘটনার পর বাবা চোখে দেখতে পান না, তার প্রতিবন্দ্বি ভাতা এবং মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা হলেও সংসারের উপকারে লাগে।

News18
News18
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নং দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলন্দা এলাকার বাসিন্দা দেবাঞ্জন ভুঁইয়া। বর্তমানে সবংয়ের বিলকুয়া হাইস্কুলের দশম শ্রেনীর পড়ুয়া। মাঝে আর কয়েক দিন পর মাধ্যমিক দেবে সে। কিন্তু তাতেও কী নিস্তার আছে দেবাঞ্জনের? প্রতিদিনের কাজ তাকে করতেই হয়। নাহলে সংসার চলবে কী করে? তাই মাধ্যমিক থাক আর যাই থাক পেপার তাকে বিক্রি করতেই হবে।
হ্যাঁ প্রতিদিন সকালে কোলন্দার এই মাধ্যমিক পরীক্ষার্থী সকালে বাড়ি বাড়ি পেপার বিক্রি করে। আর তাতে যা আয় হয় সেই দিয়েই চলে সংসার। তাই প্রতিদিন সকালে পেপার বিক্রি,তারপর বাড়িতে পড়াশুনা আর তারপরেই স্কুল। সেরকম ভাল ভাবে টিউশান পড়ার অর্থটুকুও নেই। কারণ পুরো সংসারের হাল তার হাতে। বাড়িতে বাবা,মা,বোন আছে। তাই এই ভাবেই বছরের পর বছর কাটিয়ে আসছে দেবাঞ্জন। একটি দূর্ঘটনার পর বাবা চোখে দেখতে পান না, তার প্রতিবন্দ্বি ভাতা এবং মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা হলেও সংসারের উপকারে লাগে।
advertisement
advertisement
মাধ্যমিকের পর আগামী দিনে সায়েন্স নিয়ে পড়তে চায় এই অভাবি দেবাঞ্জন। বর্তমানে তার পাশে দাঁড়িয়েছেন দশগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান। মাঝে আর কটা দিন পর মাধ্যমিক। ভাল রেজাল্ট করতে যায় দেবাঞ্জন। কিন্তু অভাব কিছুতেই তার পেছন ছাড়ে না। এ মত অবস্থায় দেবাঞ্জন কীভাবে তার পরিবার এবং নিজের স্বপ্নকে সফল করবে সবং জুড়ে এখন সেই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে!
advertisement
Digbijoy Mahali
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চূড়ান্ত অভাব, নিজে পেপার বিক্রি করে সংসার চলে, মাধ্যমিকের পর কী? সেই চিন্তায় দেবাঞ্জন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement