North 24 Parganas News: বাঁশ বেত-সহ বাংলার ঐতিহ্যের হস্তশিল্পের বেড়েছে কদর, মেলার আকর্ষণ শিল্পীদের সৃষ্টি
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
North 24 Parganas News: বাঁশ বেত সহ বাংলার ঐতিহ্যের হস্তশিল্পের বেড়েছে কদর, ঘুরে দাড়াচ্ছেন শিল্পীরা
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: হাবরার বানীপুরে চলছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা। সেই মেলাতেই রাজ্যে নানা প্রান্ত থেকে বাঁশ ও বেতের তৈরি নানা ধরনের হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন শিল্পী ও ব্যবসায়ীরা। North 24 Parganas News: বাঁশ বেত-সহ বাংলার ঐতিহ্যের হস্তশিল্পের বেড়েছে কদর, ঘুরে দাড়াচ্ছেন শিল্পীরা
আরও পড়ুন : স্বামী-স্ত্রী তুমুল ঝগড়া! জটিল রোগে কাহিল শরীর! চরম অনটন! মকর সংক্রান্তিতে মহা দুর্বিপাকে ৪ রাশি
view commentsঘর সাজানো থেকে উপহার এমনকি নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যবহারের সামগ্রীয় তৈরি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলা এই শিল্পের মাধ্যমে। প্রধানত বাঁশ এবং বেত ব্যবহার করে তৈরি হচ্ছে ঝুড়ি ফুলদানি থেকে নানা নজরকারা হস্তশিল্প। শুধু গ্রামাঞ্চলই নয়, শহরবাসীরাও এ ধরনের হস্তশিল্পের প্রতি আগ্রহ দেখাচ্ছেন ও কিনছেন। মুলিবাঁশ ও তল্লা বাঁশ দিয়ে তৈরি এসব হস্তশিল্প বর্তমানে দেশ-বিদেশেও বিক্রির উদ্দেশেযাচ্ছে। ফলে হস্তশিল্প বেঁচে থাকার পাশাপাশি লাভবান হচ্ছেন শিল্পীরাও।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2025 1:17 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাঁশ বেত-সহ বাংলার ঐতিহ্যের হস্তশিল্পের বেড়েছে কদর, মেলার আকর্ষণ শিল্পীদের সৃষ্টি









