Madhyamik Student Accident: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগের রাতেই সব শেষ! দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Last Updated:

Madhyamik Student Accident: পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিদিকে নিয়ে বাইকে করে দুধ কিনতে বেরিয়েছিল মইদুল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বাপন সাঁতরা, আরামবাগ: পরীক্ষার আগের দিনেই পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। বাইকের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের মাদারচক এলাকায়। মৃতের নাম সেখ মইদুল। বাড়ি আরামবাগের বেউরগ্রামে।
মইদুল মাধ্যমিক পরীক্ষার্থী। সে আরামবাগের ডিহিবাগনান কে বি রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কাপসিট হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল তাঁর। কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষায় আর বসা হল না মইদুলের। তার আগেই প্রাণ কেড়ে নিল এক পথ দুর্ঘটনা।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দিদিকে নিয়ে বাইকে করে দুধ কিনতে বেরিয়েছিল মইদুল। বাড়ির পাশের দোকানে দুধ না পাওয়ায় দিদিকে ওই বাজারে নামিয়ে পাশের বাজারে যায়। সেখান থেকেই বাড়ি ফেরার সময় একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর মইদুল ছিটকে পড়ে রাস্তার ধারে।
advertisement
সেখানেই মারাত্মক জখম হয় মইদুল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আরামবাগ থানার পুলিশ মইদুলকে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের অনুমান অতিরিক্ত গতির জেরেই এই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া পরিবার ও এলাকা জুড়ে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Student Accident: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগের রাতেই সব শেষ! দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement