Madhyamik Exam 2024: উত্তপ্ত সন্দেশখালি, চোখে মুখে আতঙ্কের ছাপ মাধ্যমিক পরীক্ষার্থীদের! কবে ঠিক হবে সব?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Madhyamik Exam 2024: এলাকায় পৌঁছলে দেখা মিলবে কারও কারও হাতে লাঠি, বাঁশ।
সন্দেশখালি: উত্তপ্ত সন্দেশখালি। চোখে আতঙ্কের ছায়া মাধ্যমিক পরীক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় মাধ্যমিক পরীক্ষা। বছরের প্রথম থেকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। সন্দেশখালির পরিবেশ পরিস্থিতি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। সন্দেশখালি এলাকার মানুষজন, জমি কমিটি তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরা অপর পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
এভাবেই গত দুই তিন দিন ধরে সংঘর্ষের ফলে রণক্ষেত্রের চেহারা ধারন করেছে সন্দেশখালি এলাকা। এলাকায় পৌঁছলে দেখা মিলবে কারও কারও হাতে লাঠি, বাঁশ। যেন এক উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকাজুড়ে। সেই সঙ্গে পুলিশি দাপাদাপি যেন গোটা এলাকা জুড়ে এক প্রকার অঘোষিত যুদ্ধের আবহ।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে জীবনের প্রথম বড় পরীক্ষায় এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম আতঙ্কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। সরগরম পরিস্থিতিতে যেন ভয়ে বুক দুরু দুরু করছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিচ্ছে, আবার পরীক্ষা শেষ হলেই আতঙ্কে বাড়ি ফিরতে হচ্ছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বেতন বৃদ্ধি! ৫০ হাজার কর্মীর মুখে হাসি, কত বাড়ল বেতন?
advertisement
দিন কিংবা রাত এই বুঝি আবার কোন ভয়াবহ পরিস্থিতি হতে পারে এই ভয় নিয়েই বাড়িতে ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না ছাত্রছাত্রীরা।পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য রাস্তায় অটো, টোটো কিংবা কোনও যানবাহনও ঠিকমতো মেলা দুষ্কর হয়ে পড়েছে। যার ফলে পরীক্ষা কেন্দ্রে যেতেও কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হচ্ছে তাঁরা। এমন পরিস্থিতিতে সন্দেশখালি এলাকায় শান্তির আবহ ফিরুক, এমনটাই চাইছেন ছাত্রছাত্রী-শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরাও।
advertisement
—– জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2024: উত্তপ্ত সন্দেশখালি, চোখে মুখে আতঙ্কের ছাপ মাধ্যমিক পরীক্ষার্থীদের! কবে ঠিক হবে সব?
