Nandi Sisters: প্লে ব্যাক থেকে দুই বোনের ডুয়েট... নতুন বছরে শ্রোতাদের জন্য কী চমক নন্দী সিস্টার্সের?

Last Updated:

প্লে ব্যাক থেকে দুই বোনের ডুয়েট, নতুন বছরে শ্রোতাদের জন্য কি চমক আনতে চলেছে  নন্দী সিস্টার্স!

+
নন্দী

নন্দী সিস্টার্স

উত্তর ২৪ পরগনা: গানের জগতে এখন রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পরিচিত এই দুই বোনের জুটি। এ আর রহমান থেকে বাংলার ইমন, কৌশিকী সকলের সঙ্গেই গানে গলা মিলিয়ে নিজেদের এক অন্য ঘরানার সংগীত শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছে নন্দী সিস্টার্স। অন্তরা আর অঙ্কিতা নন্দীর জুটি এখন তাই রীতিমতো হিট। এদিন মধ্যমগ্রাম পরিবেশ মেলার বিশেষ আকর্ষণ হিসেবেই ছিল তাদের পারফরমেন্স। বহু দূরদূরান্ত থেকে মানুষজন নন্দী সিস্টার্সের গান শুনতে হাজির হয়েছিলেন মধ্যমগ্রাম সুভাষ ময়দানে।
প্রথম থেকেই স্টেজে রীতিমতো রক ফায়ার দুই বোন। বলিউড সিঙ্গার থেকে বাংলার নচিকেতা সহ নানা শিল্পীদের একাধিক গান, পাশাপাশি নিজেদের তৈরি গান গেয়ে রীতিমতো শ্রোতাদের মন জয় করলেন অঙ্কিতা ও অন্তরা। নতুন বছরে তাদের গুণমুগ্ধ ভক্তদের জন্য আরও নতুন কিছু চমক আনতে চলেছেন তারা বলেই জানালেন। বাংলা সিনেমার প্লেব্যাক থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউকোলেলের সঙ্গে তাল রেখে নানা গান নিজেদের মতো করে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায় এই দুই বোনকে। অনন্ত আম্বানির রাজকীয় বিয়েতেও দুই বোনের এই জুটির গান পরিবেশনের আমন্ত্রণ মেলে। সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার্স সংখ্যা এখন বাঘা বাঘা গায়ক গায়িকাদেরও লজ্জায় ফেলে দেয়। এদিন মধ্যমগ্রামেও যেন তারই ঝলক দেখল সকলে।
advertisement
advertisement
ভক্তদের সঙ্গেই স্টেজ থেকে রিল ভিডিও বানানো, সকলে মিলে একসঙ্গে কোমর দোলানোর আবদার, এভাবেই যেন শ্রোতাদের মন জিতে নিলেন নন্দী সিস্টার্স অর্থাৎ অন্তরা ও অঙ্কিতা। অনুষ্ঠান শেষে শ্রোতাদের এমন ভালোবাসা পেয়ে তারাও বেশ খুশি বলেই জানালেন নন্দী সিস্টার্স।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandi Sisters: প্লে ব্যাক থেকে দুই বোনের ডুয়েট... নতুন বছরে শ্রোতাদের জন্য কী চমক নন্দী সিস্টার্সের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement