Lucknow Crime: মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ, কব্জি চিরে...মা, ৪ বোনের নিথর দেহ দেখিয়ে খুনের বিবরণ দিলেন যুবক! ভাইরাল ভিডিও!

Last Updated:

Lucknow Crime: এই ঘটনায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণ তাঁর পারিপার্শ্বিককে দায়ী করছেন হত্যাকাণ্ডের কারণ হিসেবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লখনউ : নববর্ষের সকালে লখনউয়ে একই পরিবারের পাঁচজনকে হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য। নিজের হাতে খুনের পর মা ও বোনেদের নিথর দেহ দেখিয়ে ভিডিও তৈরি করে অনলাইনে শেয়ার করেন অভিযুক্ত যুবক। বিতর্কিত ক্লিপে, তিনি তাঁর মা ও বোনদের প্রাণহীন মৃতদেহ দেখান এবং ব্যাখ্যা করেন কীভাবে তিনি তাঁদের হত্যা করেছেন। অভিযুক্ত আরশাদ (২৪)-এর দাবি, আগ্রায় তাঁর পারিপার্শ্বিক চাপে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷ চূড়ান্ত মানসিক চাপে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ তাঁর৷
তদন্তকারীরা জানিয়েছেন আরশাদের পরিবার নতুন বছরকে স্বাগত জানাতে আগ্রা থেকে লখনউ শহরে এসেছিলেন৷ গোয়েন্দাদের সন্দেহ, আরশাদের বাবা বদরও ছেলের সঙ্গে এই হত্যাকাণ্ডের চক্রী৷ পলাতক বদরের খোঁজে চলছে তল্লাশি৷
এই ঘটনায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণ তাঁর পারিপার্শ্বিককে দায়ী করছেন হত্যাকাণ্ডের কারণ হিসেবে৷ তাঁর কথায়, তিনি চাননি বোনেরা বিক্রি হয়ে যাক৷ জমি সংক্রান্ত বিবাদের কথাও শোনা যায় তাঁর মুখে৷ তিনি বলে চলেন, ‘‘বাবার সঙ্গে মিলে আমি মা এবং বোনেদের খুন করেছি৷ আর কী-ই বা করার ছিল আমার? হায়দরাবাদে তাঁদের বিক্রি হয়ে যেতে দেখতাম?’’ ভিডিয়োয় ওই তরুণের দাবি, এইভাবে তাঁদের সম্মান বাঁচানো হয়েছে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি News18 বাংলা)৷
advertisement
advertisement
বর্ষবরণের কথা বলে বাবা, মা, চার বোনকে নিয়ে আগ্রা থেকে লখনউ আসেন আরশাদ৷ গত ৩১ ডিসেম্বর আগ্রা ফেরার আগে তাঁরা আজমেরে যান৷ সেখানে একটি হোটেলে ওঠেন৷ অভিযোগ, রাতে ঘুমন্ত মায়ের ওড়না দিয়ে তাঁর শ্বাসরোধ করে হত্যা করেন আরশাদ৷ যাতে আর্ত চিৎকার শোনা না যায়, মায়ের মুখে কাপড় গুঁজে দিয়েছিলেন তিনি৷ চার বোনের কব্জি চিরে তিনি হত্যা করেন৷ ডিসিপি সেন্ট্রাল জোন রবীনা ত্যাগী জানিয়েছেন প্রতিবেশীদের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ এনেছিলেন আরশাদ৷ মা এবং বোনেদের ‘নিরাপত্তা’-র কথা ভেবেই বাবার সঙ্গে মিলে এই নারকীয় হত্যাকাণ্ডে শামিল হন তিনি৷
advertisement
আরও পড়ুন :  গাড়িতে ইসলামিক স্টেট-এর পতাকা! আমেরিকায় বর্ষবরণের জমায়েতে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫
প্রসঙ্গত বুধবার সকালে উত্তরপ্রদেশের নাকা এলাকার শরণজিৎ হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আলিয়া (৯), আলিশিয়া (১৯), আকসা (১৬), রহিমান (১৮) এবং তাদের মা আসমার রক্তাক্ত নিথর দেহ৷ পাঁচজনকে হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেন আরশাদ৷ জানান বাবাকে তিনিই স্টেশনে পৌঁছে দেন পালিয়ে যাওয়ার জন্য৷ এই ঘটনার ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে৷ হত্যাকাণ্ডের পিছনে আর কী কী মোটিভ আছে, খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lucknow Crime: মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ, কব্জি চিরে...মা, ৪ বোনের নিথর দেহ দেখিয়ে খুনের বিবরণ দিলেন যুবক! ভাইরাল ভিডিও!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement