USA Attack: গাড়িতে ইসলামিক স্টেট-এর পতাকা! আমেরিকায় বর্ষবরণের জমায়েতে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫

Last Updated:

USA Attack: এই ঘটনাকে নিছক দুষ্কৃতী হামলা বলতে নারাজ গোয়েন্দারা৷ তাঁদের মতে, এটা সন্ত্রাসবাদীদের হামলা৷ দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

News18
News18
নিউ অর্লিন্স : আমেরিকার নিউ অর্লিন্সে বর্ষবরণের আনন্দ পাল্টে গেল রক্তাক্ত শোকে৷ শহরের ঝলমলে ফ্রেঞ্চ কোয়ার্টারে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে জমায়েত হয়ে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ১৫ জন৷ আহত কমপক্ষে ৩০ জন৷ পরে পুলিশের গুলিতে প্রাণ হারান ঘাতক সেনাকর্মী শামসুদ-দিন জব্বর৷ তাঁর গাড়িতে আইএসআইএস-এর পতাকা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এফবিআই৷ গোয়েন্দাদের ধারণা, এই ঘটনায় আরও অনেক চক্রান্তকারী জড়িত৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিয়ে দেন ঘাতক। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। এই ঘটনাকে নিছক দুষ্কৃতী হামলা বলতে নারাজ গোয়েন্দারা৷ তাঁদের মতে, এটা সন্ত্রাসবাদীদের হামলা৷ দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন : এই ৪ ক্রেডিট কার্ড থাকলেই কেল্লা ফতে! লাক্সারি হোটেলে বিনামূল্যে থাকতে পারবেন, দেখে নিন তালিকা
লুইসিনিয়া স্টেট পুলিশের গোয়েন্দারা তাঁদের ইন্টেলিজেন্স বুলেটিনে জানিয়েছেন পতাকা ছাড়াও ঘাতকের গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেন তিনি। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার কড়া নিন্দা করে বলেছেন, জনসাধারণের নিরাপত্তার সঙ্গে জড়িতে এই হানার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
USA Attack: গাড়িতে ইসলামিক স্টেট-এর পতাকা! আমেরিকায় বর্ষবরণের জমায়েতে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement