Accident: কেটে পড়ে গেল ব্যাগ, ঘাতক চিনা মাঞ্জার সুতোর আঘাত থেকে কোনওমতে বাঁচলেন বাইক আরোহী

Last Updated:

Chinese Manja: ওই ব্যক্তির নাম তন্ময় সাঁতরা। তিনি শক্তিগড় থানার বড়শুলের বাসিন্দা। এ দিন বিকেলে তিনি স্কুটি নিয়ে বড়শুল থেকে বর্ধমান যাচ্ছিলেন।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#শক্তিগড়: কী সাংঘাতিক! ঘুড়ি ওড়ানোর চিনা মাঞ্জা (Chinese Manja) দেওয়া সুতোয় বড়সড় দুর্ঘটনায় পড়লেন এক ব্যক্তি। বরাত জোরে বাঁচলেন প্রাণে। গলি বা কম ঝুঁকির রাস্তায় নয়, এমন ঘটনা ঘটল জাতীয় সড়কে। জাতীয় সড়কের উড়ালপুলে চিনা মাঞ্জার সুতো জড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন ওই স্কুটি আরোহী।  ঘটনায় আহতও হন তিনি। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ মাঞ্জা সুতোয় কেটে রাস্তায় পড়ে যায়। এক রকম বরাত জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই স্কুটি আরোহী। বুধবার বিকেলে ঘটনটি ঘটেছে  পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার গাংপুরে, ২ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের ওপরে।
ওই ব্যক্তির নাম তন্ময় সাঁতরা। তিনি শক্তিগড় থানার বড়শুলের বাসিন্দা। এ দিন বিকেলে তিনি স্কুটি নিয়ে বড়শুল থেকে বর্ধমান যাচ্ছিলেন। গাংপুরে উড়ালপুলে ওঠার পরে আচমকাই ওই মাঞ্জা সুতো তাঁর গলায় জড়িয়ে যায়। বাইকে ও তাঁর পিঠে থাকা ব্যাগেও সুতো জড়িয়ে যায়। গতিবেগ কম থাকায় তন্ময়বাবু স্কুটি থামিয়ে দিতে সক্ষম হন। মাঞ্জা সুতোয় তাঁর ব্যাগের ফিতে কেটে পড়ে যায়। তন্ময়বাবুর গলা ও শরীরে চোট লেগেছে। তন্ময়বাবুর পিছনে আর এক জন বাইক আরোহী ছিলেন। তাঁর বাইকেও সুতো জড়িয়ে যায়। তবে তিনি আঘাত পাননি।
advertisement
advertisement
তন্ময়বাবু এদিন বলেন, "কলকাতায় মা উড়ালপুলে চিনা মাঞ্জা সুতোয় দুর্ঘটনার কথা শুনেছি। কিন্তু আমাদের এখানেও যে এমন ঘটতে পারে, কল্পনাতেই ছিল না। এ দিন কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছি। জাতীয় সড়কে যে ভাবে চিনা মাঞ্জা পড়েছিল তাতে গলা কেটে গেলে বা স্কুটি থেকে পড়ে গেলে কী ঘটত কে জানে। আমি পুলিশকে বিষয়টি জানিয়ে পদক্ষেপ করতে বলবো।"
advertisement
সামনেই পৌষ সংক্রান্তি। ওই দিন বর্ধমান ও সংলগ্ন এলাকায় ঘুড়ির মেলা হয়। শীতের শুরু থেকেই শহর ও সংলগ্ন এলাকায় আকাশে ওড়ে রঙবেরঙের ঘুড়ি। আগে মাঞ্জা করা সুতোয় ঘুড়ি ওড়ানো হত। এখন সেই জায়গা নিয়েছে চিনা মাঞ্জা। এই সুতো সাধারণ মাঞ্জা সুতোর থেকে অনেক শক্ত ও ধারাল। ফলে ঘুড়ি কাটার পর যে সুতো রাস্তায় পড়ে, তাতে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়।
advertisement
শরদিন্দু ঘোষ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: কেটে পড়ে গেল ব্যাগ, ঘাতক চিনা মাঞ্জার সুতোর আঘাত থেকে কোনওমতে বাঁচলেন বাইক আরোহী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement