Love Affair: ‘প্রেমের খেলা কে বুঝিতে পারে’! ‘বড় পরীক্ষা’ দিতে কলেজ পড়ুয়া গার্লফ্রেন্ডের সঙ্গে পালাল মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিক

Last Updated:

Love Affair: প্রেমের এমন টান , মাধ্যমিক পরীক্ষা ছেড়ে প্রেমিকার সঙ্গে পালাল প্রেমিক!

+
মাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষা ছেড়ে পালালো পড়ুয়া

পুরুলিয়া : ‘পিরিতি কাঁঠালের আঠা , লাগলে পরে ছাড়ে না’। মানে না বয়স, মানে না ‘মাধ্যমিক পরীক্ষাও’। এ মায়ার এমন টান, মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিককে নিয়ে চম্পট দিল প্রেমিকা। প্রেমিকা আবার স্কুলের গণ্ডি টপকে কলেজের পড়ুয়া। প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়ার ঘটনা আকচার দেখতে পাওয়া যায়। কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীকে কলেজ পড়ুয়া প্রেমিকা নিয়ে চম্পট দিল এমন ঘটনা খুব কমই দেখা যায়। তথাকথিত স্মার্ট সিটি নয়, লাল মাটির জেলা পুরুলিয়াতে এই খবর ছড়িয়ে পড়েছে দাবানলের মত। যে ছবি সহজে হজম হচ্ছে না কারোর।
শনিবার ছিল মাধ্যমিক পরিক্ষায় দ্বিতীয় দিন। এইদিন পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশীষ মাঝি পরীক্ষা কেন্দ্রে এসে হঠাৎ উধাও হয়ে যায়। পরীক্ষা কেন্দ্রের হলের টেবিলে পড়ে থাকে তার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও পরীক্ষা দেওয়ার বোর্ড। জানাজানি হতে রীতিমত হুলস্থূল কান্ড শুরু হয়ে যায়।
advertisement
advertisement
এ বিষয়ে ওই পরীক্ষার্থীর বাবা সীতারাম মাঝি বলেন , তাঁর ছেলেকে ‘অপহরণ’ করা হয়েছে। অভিযোগের আঙুল ওঠে ওই কলেজ ছাত্রীর বিরুদ্ধে। তিনি এও বলেন তার ১৭ বছরের ছেলের সঙ্গে ২৩ বছরের এক কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল ৬-৭ মাস ধরে। ওই প্রেমিকাই তার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে।
পুরুলিয়ার আড়শা ব্লকের পাতুয়াড়া গ্রামের বাসিন্দা কান্টাডি শিক্ষাসত্র হাই স্কুলের ছাত্র ওই মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশীষ মাঝি। প্রথম দিনের পরীক্ষার মতই এইদিন বাড়ি থেকে পুরুলিয়া শহরের কেন্দ্রে আসে পরীক্ষা দিতে। চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরাও পড়ে সে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার কোনও ছবি ওই স্কুলের কাছে আসেনি। এ বিষয়ে চিত্তরঞ্জন হাই স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চট্টোপাধ্যায় বলেন , তার দীর্ঘ ১৪ বছরের প্রধান শিক্ষকতার কর্মজীবনে এইরকম ঘটনা কখনও ঘটেনি। এই ঘটনা প্রথম ঘটল তার স্কুলে। ‌এর জন্য সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ‌
advertisement
এ বিষয়ে ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা অন্য এক ছাত্র রাজু কর্মকার বলে , আমাদের রুমে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার টেবিলে তার এডমিট কার্ড , রেজিস্ট্রেশন ও পরীক্ষা দেওয়ার বোর্ড পড়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযুক্ত ওই কলেজ ছাত্রীর বিরুদ্ধে ‘অপহরণ’-র অভিযোগ দায়ের।‌ কলেজ পড়ুয়া ওই প্রেমিকা জেলার একটি মহাবিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুল ছাত্রের বাবা সীতারাম মাঝির অভিযোগের প্রেক্ষিতে তদন্তও শুরু করেছে পুলিশ।
advertisement
Sharmistha Banerjee 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love Affair: ‘প্রেমের খেলা কে বুঝিতে পারে’! ‘বড় পরীক্ষা’ দিতে কলেজ পড়ুয়া গার্লফ্রেন্ডের সঙ্গে পালাল মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement