Sourav Ganguly Mother: দিতে হয়েছে রক্ত, নিয়মিত মায়ের খোঁজ রাখছেন সৌরভ, কেমন আছেন নিরূপা দেবী

Last Updated:
Sourav Ganguly Mother: বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ বোধ করেন নিরূপা গঙ্গোপাধ্যায়। বেহালার চৌরাস্তার বাড়ি থেকে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
1/6
Sourav Ganguly Mother: ফেব্রুয়ারির ১ তারিখ   হৃদরোগে  আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। Photo- Collected 
Sourav Ganguly Mother: ফেব্রুয়ারির ১ তারিখ   হৃদরোগে  আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। Photo- Collected 
advertisement
2/6
এই মুহূর্তে  অবশ্য স্থিতিশীল অবস্থা নিরূপা দেবীর, পরশু রাতে রক্ত দিতে হয়েছিল৷ Photo- Collected
এই মুহূর্তে  অবশ্য স্থিতিশীল অবস্থা নিরূপা দেবীর, পরশু রাতে রক্ত দিতে হয়েছিল৷ Photo- Collected
advertisement
3/6
হিমগ্লোবিন স্বাভাবিক মাত্রার থেকে কম রয়েছে, প্ল্যাটিলেটও কম রয়েছে,সামাণ্য জ্বর আছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে৷ Photo- Collected
হিমগ্লোবিন স্বাভাবিক মাত্রার থেকে কম রয়েছে, প্ল্যাটিলেটও কম রয়েছে,সামাণ্য জ্বর আছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে৷ Photo- Collected
advertisement
4/6
সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তির দিনেও হাসপাতালে এসেছিলেন তারপরেও খোঁজ নিচ্ছেন নিয়মিত৷ Photo- Collected
সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তির দিনেও হাসপাতালে এসেছিলেন তারপরেও খোঁজ নিচ্ছেন নিয়মিত৷ Photo- Collected
advertisement
5/6
বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ বোধ করেন নিরূপা গঙ্গোপাধ্যায়। বেহালার চৌরাস্তার বাড়ি থেকে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ বোধ করেন নিরূপা গঙ্গোপাধ্যায়। বেহালার চৌরাস্তার বাড়ি থেকে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
advertisement
6/6
সেখানে বিশিষ্ট চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চিকিৎসা। Input Avijit Chanda
সেখানে বিশিষ্ট চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চিকিৎসা। Input Avijit Chanda
advertisement
advertisement
advertisement