বাঁকুড়ার বেলিয়াতোড়ে রক্তে ভিজল রাজ্যসড়ক! লরিতে চাপা পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর! পথ অবরোধ স্থানীয়দের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আবারও রাজপথে বেপরোয়া লরির দাপাদাপি। আর সেই লরিতে চাপা পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও ঘাতক লরিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া, বেলিয়াতোড়: আবারও রাজপথে বেপরোয়া লরির দাপাদাপি। আর সেই লরিতে চাপা পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও ঘাতক লরিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
জানা গিয়েছে, লরিতে চাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বেলিয়াতোড়ে। মৃতের নাম অরূপ মাঝি। ঘটনার খবর জানাজানি হতেই ঘাতক লরিটিকে আটকে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বেশ কিছুক্ষণ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার সারেঙ্গা গ্রামের বাসিন্দা বছর তেতাল্লিশ এর পেশায় চাষি অরুপ মাঝি বিক্রির উদ্যেশ্যে সাইকেলে উৎপাদিত সবজী নিয়ে বেলিয়াতোড়ে আসেন।বিক্রি বাটা সেরে স্থানীয় মুদিখানার দোকান থেকে জিনিসপত্র কিনে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে বেপরোয়া গতিতে যাওয়া একটি লরি ওই সাইকেল আরোহীকে পিষে দেয়। তড়িঘড়ি আহতকে উদ্ধার করে প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকাবাসী মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ঘাতক লরিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কও অবরোধ করেন স্থানীয়রা। পরে বেলিয়াতোড় থানার পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ার বেলিয়াতোড়ে রক্তে ভিজল রাজ্যসড়ক! লরিতে চাপা পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর! পথ অবরোধ স্থানীয়দের








