Lok Sabha Election 2024: সত্যিকারের শহর হতে চায় কোলাঘাট

Last Updated:

Lok Sabha Election 2024: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাট। রূপনারায়ণ নদের তীরে অবস্থিত কোলাঘাট আধা শহর। দীর্ঘ বাম জমানার কাল থেকেই কোলাঘাট ও মেচেদা নিয়ে একটি পুরসভা গড়ে ওঠার কথা শুনে আসছে এখানকার মানুষ

+
কোলাঘাট

কোলাঘাট

পূর্ব মেদিনীপুর: ভোট এলেই কোলাঘাট কবে পুরসভা হবে সেই প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে। লোকসভা নির্বাচনের সময় এবারেও যথারীতি সেই প্রশ্নটা উঠছে। কোলাঘাটবাসীর প্রশ্ন আর কবে আধা শহর থেকে শহর হবে তাঁদের বাসভূমি।
দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের পর্ব। পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভার আসন। একটি তমলুক, অন্যটি কাঁথি। জেলার দুটি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে পঞ্চম দফায়, ২৫ মে। তার আগে কোলাঘাটকে শহরের মর্যাদা দেওয়া নিয়ে ওঠা প্রশ্ন ভাবাচ্ছে রাজনৈতিক দলগুলিকে।
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাট। রূপনারায়ণ নদের তীরে অবস্থিত কোলাঘাট আধা শহর। দীর্ঘ বাম জমানার কাল থেকেই কোলাঘাট ও মেচেদা নিয়ে একটি পুরসভা গড়ে ওঠার কথা বারবার উঠলেও কোনও না কোনও কারণে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়ে ওঠেনি। প্রতিবার ভোট এলেই কোলাঘাটকে পুরসভার মর্যাদা দেওয়ার কথা বলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই প্রতিশ্রুতি সেই বাম জমানার কাল থেকেই চলে আসছে। কিন্তু রাজ্যের শাসন ক্ষমতা তৃণমূলের হাতে বেশি সময় ধরে থাকলেও কোলাঘাটের ভবিষ্যৎ বদলায়নি না।
advertisement
advertisement
কোলাঘাটের সাধারণ মানুষের বক্তব্য এটি আদতে শহর হলেও প্রশাসনিক স্বীকৃতি অধরা। এখনও গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই থেকে গিয়েছে কোলাঘাট। ফলে কোলাঘাটের নিকাশি-নালা থেকে রাস্তাঘাট কিছুই শহরের মত অতটা উন্নত নয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলে ডুবে যায়। কলকাতা থেকে কোলাঘাটের দূরত্ব কম হ‌ওয়ায় দিন দিন এখানে মানুষের বসবাস বাড়ছে। গড়ে উঠছে কমপ্লেক্স। রাস্তাঘাটে জঞ্জালের পরিমাণও বাড়ছে। আর সময় যত এগোচ্ছে কোলাঘাট শহরের মর্যাদা বা পুরসভার মর্যাদা না পাওয়ায় সমস্যা তত বাড়ছে সাধারণ মানুষের।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত পাঁচটি পুরসভা আছে। এখন দেখার সেই তালিকায় কোলাঘাটের নাম কবে যুক্ত হয়।
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: সত্যিকারের শহর হতে চায় কোলাঘাট
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement