Lok Sabha Election 2024: ফল ঘোষণার আগে স্ট্রং-রুমে কড়া নজরদারি, সীমান্তে নাকা চেকিং

Last Updated:

Lok Sabha Election 2024: আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেই হবে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা। তার আগে সেখানে দেখা গিয়েছে প্রশাসন এবং কমিশনের প্রস্তুতি

+
সিসিটিভি

সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে আসানসোলের স্ট্রংরুম।

পশ্চিম বর্ধমান: শেষ হয়েছে দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া। রাত পোহালেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্বভার কার হাতে থাকবে তা নির্ধারণ হয়ে যাবে। তার আগে গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। সেই একই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলাতেও। আসানসোল লোকসভা কেন্দ্রের স্ট্রংরুম অর্থাৎ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা গেল নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেই হবে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা। তার আগে সেখানে দেখা গিয়েছে প্রশাসন এবং কমিশনের প্রস্তুতি। অন্যদিকে ভোট গণনার আগের দিন আরও কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তারক্ষী জওয়ানরা তীক্ষ্ণ নজর রেখেছেন স্ট্রংরুমের দিকে। অন্যদিকে স্ট্রংরুম চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেদিকেও নজর রয়েছে সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের।
advertisement
advertisement
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পুলিশ প্রশাসনের তরফ থেকেও দেখা গিয়েছে সর্তকতা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বসানো হয়েছে নাকা চেকিং। প্রতিবেশী রাজ্যটি থেকে আসা বা সে দিকে যাওয়া সমস্ত গাড়ি, বাইক থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছেন পুলিশের কর্মীরা। কিছু সন্দেহজনক মনে হলে আরও বেশি করে পরীক্ষা করা হচ্ছে। যাতে করে ফলাফল ঘোষণার দিন কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় বা অশান্তির সৃষ্টি না হয় তাই এই সতর্কতামূলক পদক্ষেপ।
advertisement
সবমিলিয়ে ফলাফল ঘোষণার আগে ব্যাপকভাবে সতর্ক হয়েছে প্রশাসন এবং কমিশন। নির্বাচনের ফলাফল ঘোষণা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকে যেমন প্রশাসনের নজর রয়েছে, তেমনভাবেই স্ট্রংরুমের নিরাপত্তার দিকেও নজর রয়েছে প্রশাসনের। যে কারণে সেখানে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী জওয়ানদের। পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে সীমান্তে শক্ত নজরদারি চলছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ফল ঘোষণার আগে স্ট্রং-রুমে কড়া নজরদারি, সীমান্তে নাকা চেকিং
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement