Lok Sabha Election 2024: দেবকে টেক্কা দিতে হিরণের পাশে শাহ, থাকল বিশাল মালার চমক

Last Updated:

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলার মেদিনীপুর ও ঘাটাল দুটি কেন্দ্রই জেতার লক্ষ্য নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে তারা

+
title=

পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে আর প্রার্থী করেনি বিজেপি। বদলে এই কেন্দ্র ধরে রাখার ভার দিয়েছে গ্ল্যামার জগতের প্রতিনিধি তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলকে। তাঁর বিপক্ষে তৃণমূল টলিউড তারকা তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। আবার ঘাটাল তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা ভরসা রেখেছে আরেক টলিউড তারকা তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণের উপর। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করতে এবার ডেবরাতে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলার মেদিনীপুর ও ঘাটাল দুটি কেন্দ্রই জেতার লক্ষ্য নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে তারা। তৃণমূলও একই লক্ষ্যে লড়াই করছে। ফলে জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিত হেভিওয়েট রাজনীতিবিদদের প্রচার দেখা যাচ্ছে। আগেই এই জেলায় মোদি, মমতা, অভিষেক, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচার করেছেন। এবার ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন ঘাটাল লোকসভার ডেবরাতে হরিমতি স্কুলের মাঠে সভা করেন। বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে সভা করেন অমিত শাহ। মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রাচীন দেবদেবীকে প্রণাম করে শুরু করেন তাঁর বক্তব্য। শুধু তাই নয়, বক্তব্যের আগে সম্মান জানিয়েছেন দেশের জন্য প্রাণ উৎসর্গীকৃত বীর বিপ্লবীদের প্রতি।
advertisement
advertisement
ঘাটালে এবার টলিউড সুপারস্টার দেবের বিরুদ্ধে হিরণের লড়াইকে হাইভোল্টেজ তকমা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন হাজারও কর্মী সমর্থকদের সামনে অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা রাজনৈতিক হিংসায় শহিদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা সরকারী সুযোগ সুবিধার প্রসঙ্গ তুলে ধরেন। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি আক্রমন শানিয়েছেন ইন্ডি জোটকে।
advertisement
এদিন বিশালাকার মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অমিত শাহকে। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, প্রার্থী হিরণ সহ অন্যান্য নেতৃত্বরা। তবে নির্বাচনের আগে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। কে জয় পায় তা বলবে সময়।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: দেবকে টেক্কা দিতে হিরণের পাশে শাহ, থাকল বিশাল মালার চমক
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement